Tuesday, January 13, 2026

অবহেলায় চুঁচুড়ায় রবি-স্মৃতিবিজড়িত বাড়ি, সারাতে চান বর্তমান বাসিন্দারা

Date:

Share post:

এই বাড়িতেই ছেলের প্রতিভার বিকাশ দেখে খুশি হয়ে বাবা পাঁচশত টাকা দিয়েছিল ছেলের হাতে। তার কাছে এটা ছিল নোবেল-এর থেকেও বড় উপহার।যে বাড়িতে সকলের সঙ্গে দিনের পর দিন কাটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই বাড়ি আজ উপেক্ষিত। তাঁর ব্যবহৃত আরাম কেদারা ব্যবহার করছে অন্য কেউ। রবীন্দ্রনাথ ঠাকুর ও দেবেন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি রয়ে গিয়েছে অন্ধকারে সকলের নজর এড়িয়ে। তবে, বাইশে শ্রাবণে সেখানেই বেজে উঠল রবীন্দ্রনাথের গান, পালন হল তার মৃত্যু বার্ষিকী। সরকারিভাবে নয়, স্থানীয় মানুষের উদ্যোগে। উদ্যোক্তাদের পক্ষে সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, ১৮৭৯ সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির কোলে জীবন কাটাতে গঙ্গাপাড়ে চুঁচুড়ার বড়বাজার এলাকায় এই দত্ত লজে ভাড়াটিয়া হিসাবে থাকতে শুরু করেন। সেই সুবাদেই দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের পদধুলি পরে এই বাড়িতে। গঙ্গাপথে বহুবার এই বাড়িতে এসেছিলেন বিশ্বকবি। এই বাড়িতেই তাঁর পিতার হাত থেকে পুরস্কার স্বরূপ ৫০০টাকা গ্রহণ করেন। কালক্রমে সেসময়ের দত্তরা এই বাড়ি অন্যের হাতে বিক্রি করে দেন। তবে সেই বাড়ি আজও বর্তমান চুঁচুড়ায়। বছর কয়েক আগে রবি ঠাকুরের সার্ধশতবর্ষে বাড়ির সামনের রাস্তায় পুরসভার পক্ষ থেকে একটি ফলক বসেছিল বটে, কিন্তু মালিকানাধীন থাকায় আজও সরকারি উদ্যোগে দত্ত লজের রক্ষণাবেক্ষণ করা হয়নি। কালের নিয়মে তাই বাড়িটির আনাচে-কানাচে ফাটল ধরেছে। বিগত ৩বছর ধরে এই বাড়িতে ভাড়া রয়েছেন চুঁচুড়ার আর এক দত্ত পরিবার। সেই পরিবারের পক্ষে সুলেখা দত্ত বলেন, “রবীন্দ্রনাথ যে বাড়িতে ছিলেন সেখানেই থাকার সৌভাগ্য আমাদের হয়েছে। এটা যে কত বড় প্রাপ্তি তা বলে বোঝাতে পারব না”। একই বক্তব্য সুলেখা দেবীর ছেলে অসীম দত্তেরও। তিনি বলেন, “বিশ্বকবি যে ঘর ব্যবহার করেছেন সেখানে আমি রয়েছি। আমি চাই নব প্রজন্ম এই বাড়িটি সম্পর্কে জানুক। বর্তমান মালিক যদি এই বাড়িটি মেরামতির অনুমতি দেয় তাহলে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব”। এই বাড়ির রক্ষণাবেক্ষণ করতে পারলেই সঠিকভাবে কবিপ্রণাম হবে বলে মত বর্তমান বাসিন্দাদের।

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে রুখে দাঁড়ান: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...