নিষিদ্ধ ঘোষণার পর এবার টিকটকের সঙ্গে সব আর্থিক লেনদেন বাতিলের অর্ডার সই ট্রাম্পের

জনপ্রিয় চিনা অ্যাপ টিকটকের সঙ্গে সবরকম আর্থিক লেনদেন বন্ধ করার অর্ডারে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪৫ দিনের মধ্যেই এই নিয়ম বলবৎ হবে বলে জানা গিয়েছে। এর আগেই ভারতেও নিষিদ্ধ করা হয়েছে চিনা অ্যাপ টিকটক। সেইসঙ্গে মোট ১০৬ টি অ্যাপ ব্যান করে চিনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক হেনেছে ভারত। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। এবার সেই একই কাজ করল আমেরিকাও। মার্কিন গোয়েন্দা সংস্থা এই অ্যাপের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে গোপনে তথ্যসংগ্রহ করছে চিন।

বৃহস্পতিবার নতুন অর্ডারে সই করার পরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, টিকটকের মালিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা প্রয়োজন। জাতীয় নিরাপত্তার স্বার্থেই তা করা উচিত, যা এবার করছে আমেরিকা। হোয়াইট হাউস সূত্রের খবর, এই অর্ডার কার্যকর হওয়ার ফলে টিকটকের সঙ্গে আমেরিকার কোনও ব্যক্তি অথবা কোনও সংস্থা কোনও রকম আর্থিক লেনদেন করলে তা আইনভঙ্গের আওতায় পড়ে যাবে। এর ফলে আমেরিকায় পুরোপুরি কোণঠাসা হয়ে গেল টিকটকের মূল সংস্থা বাইটড্যান্স।

Previous articleঅনলাইন কাউন্সেলিংয়ে জয়েন্টে র‌্যাঙ্ক করা পড়ুয়াদের রেজিস্ট্রেশন ফি লাগবে না
Next articleচিকিৎসা বিজ্ঞানের কাজে লাগলো না তাঁর দেহ, শেষ যাত্রায় শ্যামল চক্রবর্তী