Wednesday, November 12, 2025

মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলা এক নম্বরে: সোজা বাংলায় জানালেন ডেরেক ও’ব্রায়েন

Date:

মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলা এক নম্বরে- খতিয়ান দিয়ে ‘সোজা বাংলায় বলছি’-র ষষ্ঠ এপিসোডে জানালেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। বুধবারের পর শুক্রবার তৃণমূলের ভার্চুয়াল প্রচার ‘সোজা বাংলায় বলছি’-র ষষ্ঠ পর্ব প্রচারিত হয়। সেখানে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, লোকসভায় 41% রাজ্যসভায় 31 শতাংশ তৃণমূল সাংসদই মহিলা। বাংলায় বহু মহিলা শিল্পোদ্যোগী রয়েছেন। পঞ্চায়েতের সব স্তরে মহিলাদের জন্য 50 শতাংশ আসন সংরক্ষিত। শুধু তাই নয়, এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, গত দু’বছর মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর।

26 জুলাই থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের নয়া মেগা ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’। রাজ্যের বেকারত্বের হার কতটা কম, কোন কোন খাতে, কেন্দ্রের কাছে কত টাকা পায় রাজ্য, কোভিড মোকাবিলায় কীভাবে কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা, আমফানের পরে কেন্দ্র সামান্য সাহায্য করেছে এই সব বিষয়ে গত কয়েক দিনের এক মিনিটের ভিডিও-তে জানান ডেরেক।বুধবার, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কতটা বৃদ্ধি হয়েছে তৃণমূল আমলে সেটি তথ্য সহকারে জানিয়ে ছিলেন। শুক্রবারে বিষয়টি জানালেন, বাংলায় তৃণমূল সরকারের আমলে মহিলাদের পরিস্থিতির কথা।
সপ্তাহে তিনদিন ‘সোজা বাংলায় বলছি’ নামে নতুন ভিডিও সিরিজ প্রকাশিত হচ্ছে। প্রতি বুধ, শুক্র ও রবিবার সকাল ১১টায় প্রকাশ করা হচ্ছে একটি করে এক মিনিটের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই সিরিজ চলবে আগামী কয়েকমাস।


‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের উপস্থাপনা করছেন রাজ্যসভার তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই ভিডিওগুলি আজকের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের প্রাসঙ্গিক ক্ষেত্রগুলির ওপর তৈরি করা হয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version