কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ

কেরলের কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। শুক্রবার সন্ধ্যায় অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে খাদে পড়ে দু’টুকরো হয়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344  বিমানটি ৷ দুর্ঘটনাস্থলে যান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরী। সেখানেই তিনি নিহতদের পরিবারপিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া কথা ঘোষণা করেন। এছাড়া, গুরুতর জখমদের মাথাপিছু ২ লাখ ও যাঁদের চোট তুলনায় কম সেই যাত্রীদেরও ৫০ হাজার করে ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ‘বন্দে ভারত’ মিশনের অন্তর্গত ওই বিমান দুবাই থেকে কোঝিকোড় (কালিকট)-এর উদ্দেশে শুক্রবার বিকেলে ১৮৪ জন যাত্রী ও ৭ জন বিমানকর্মী-সহ মোট ১৯১ জনকে নিয়ে রওনা দেয় ৷ কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের রানওয়েতে সন্ধে ৭.৪০ মিনিট নাগাদ অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি ৷ তুমুল বৃষ্টির মধ্যে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল। তখনই ঘটে দুর্ঘটনা।

Previous articleধর্ষণের মামলায় শিবপ্রকাশকে পুলিশের নোটিস ঘিরে চাঞ্চল্য
Next articleঅগ্নিমিত্রার শাড়ি এবার বিজেপির মহিলা মোর্চার ইউনিফর্ম, দাম 275 টাকা