দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটে ছিলেন স্বর্ণ পদক পাওয়া পাইলট

কোঝিকোড়ে রানওয়েতে অবতরণের সময় ভেঙে দু’টুকরো হয়ে যায় বিমান। মৃত্যু হয়েছে পাইলট, কো-পাইলট সহ বিমানের ১৯ জন যাত্রী। শুক্রবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল ভারত।

এই দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটে পাইলট ও কো-পাইলট হিসেবে ছিলেন উইং কমান্ডার দীপক বসন্ত সাথে ও ক্যাপ্টেন অখিলেশ কুমার।
ক্যাপ্টেন দীপক সাথে ছিলেন ভারতীয় বায়ুসেনার একজন ফাইটার পাইলট। পরে বাণিজ্যিক বিমান ওড়ানো শুরু করেন তিনি। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তন ছাত্র এই দীপক সাথে। বোয়িং ৭৩৭ বিমান ওড়ানোয় দক্ষ তিনি।
দীপক সাথে ভারতীয় বায়ুসেনার একজন দক্ষ পাইলট ছিলেন। তিনি প্রেসিডেন্ট স্বর্ণ পদকও পেয়েছিলেন। এছাড়াও হায়দরাবাদে তিনি ‘সোর্ড অফ অনার’ পান। একাধিক যুদ্ধবিমান উড়িয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে এদিন বিমানে ছিলেন ক্যাপ্টেন অখিলেশ কুমার। গত বছরই বিয়ে করেন তিনি। অতিমারির কারণে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার দায়িত্ব পেয়েছিলেন তাঁরা।

জানা গিয়েছে, বন্দে ভারত মিশনের আওতায় চলছিল এই বিমানটি। দুবাই থেকে ১৯০ জন যাত্রী নিয়ে কেরলে ফিরছিল সেটি। শুক্রবার রাতে অবতরণের সময় প্রবল বৃষ্টিতে বিমানটি পিছলে গিয়ে পাশের খাদে পড়ে যায়।

Previous articleবিদেশ থেকে সরাসরি বিমান ভাড়া করে আসা যাবে কলকাতায়, ছাড়পত্র নবান্নের
Next articleঅগাস্টের দ্বিতীয় লকডাউন: কড়া পুলিশি নজদারিতে শহর কলকাতা