Thursday, August 21, 2025

বিজেপি সাংসদ ফিরছেন তৃণমূলে, সোশ্যাল মিডিয়ার খবরে জোর চর্চা রাজনৈতিক মহলে

Date:

লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন। করোনার কঠিন পরিস্থিতির মধ্যেই রাজ্য দখলের লড়াইয়ে ঘুঁটি সাজাতে ব্যস্ত বাংলার যুযুধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ তৃণমূল ও বিজেপি। তবে সংগঠন গোছানো ও শক্তি প্রদর্শনের লড়াইয়ে গেরুয়া শিবিরকে অনেকটাই পিছনে ফেলেছে রাজ্যের শাসক গোষ্ঠী ঘাসফুল শিবির। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপি ঠিক যে খেলা খেলেছিল, এবার সেটাই বুমেরাং হতে চলেছে তাদের জন্য।

রাজ্য রাজনীতিতে কান পাতলে শোনা যাচ্ছে, দলবদলের জল্পনা। সম্প্রতি, তৃণমূলের এক মাঝারি সারির যুবনেতার ফেসবুক পোস্ট সেই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। ঘটনার গতি প্রকৃতি বলছে, সেই পোস্টকে গুরুত্ব দিতেই হবে। বেশ কয়েকদিন ধরে ওই যুবনেতার একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। রাজ্যের ৪ বিজেপি সাংসদ-সহ এক বিধায়ক এবং প্রায় ২০ জন নেতা নাকি গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন। এমনই ইঙ্গিত ছিল ওই তৃণমূল যুবনেতার পোস্টে।

এই পোস্টকে শুরুতে কেউ গুরুত্ব না দিলেও বিপ্লব মিত্র-প্রশান্ত মিত্র-হুমায়ুন কবীর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর জল্পনা গুরুত্ব পাচ্ছে। এবার বিজেপির আরও বড় উইকেট ফেলার চেষ্টায় রয়েছে তৃণমূল কংগ্রেস। ফেসবুক রাজনীতিতে কান পাতলেই শোনা যাচ্ছে, উত্তরবঙ্গের একেবারে মাথার জেলার এক বিজেপি সাংসদদের ঘরে ফেরার গল্প।

তবে শেষ পর্যন্ত কী হবে জানা নেই, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক বাতাবরণ কিন্তু বঙ্গ বিজেপির জন্য একেবারেই ভালো বার্তা দিচ্ছে না।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version