Friday, November 28, 2025

কংগ্রেসে পূর্ণ মেয়াদের সভাপতি নিয়োগের দাবি শশী থারুরের

Date:

অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসাবে সোমবার, ১০ আগস্ট এক বছর পূর্ণ করবেন সোনিয়া গান্ধী। তার ২৪ ঘন্টা আগে কংগ্রেসের পূর্ণ মেয়াদের সভাপতি নিয়োগের দাবি জানালেন কংগ্রেস নেতা শশী থারুর।

থারুর বলেছেন-

◾কংগ্রেস দিগভ্রান্ত এবং ভাসমান এই ধারণা মুছে ফেলতে দলের পূর্ণ মেয়াদের সভাপতি খোঁজার কাজটা খুব তাড়াতাড়ি করা প্রয়োজন।

◾দলকে এগিয়ে নিয়ে যেতে হলে নেতৃত্ব সম্পর্কে আমাদের স্বচ্ছ থাকতে হবে।

◾গত বছর সোনিয়া গান্ধী যখন অন্তর্বর্তীকালীন সভাপতি হয়েছিলেন তখন আমি তাঁকে স্বাগত জানিয়েছিলাম।

◾কিন্তু আমার মনে হয়, তিনি এই বোঝা আজীবন বইবেন এটা বিশ্বাস করা অন্যায় হবে।

◾দলকে নেতৃত্ব দেওয়ার জন্য রাহুল গান্ধীর সাহস এবং ক্ষমতা রয়েছে। কিন্তু রাহুল ওই পদে থাকতে না চাইলে কী হবে?

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে থারুর কার্যত প্রশ্ন তুলে বলেছেন, সোনিয়ার পর কংগ্রেসের সভাপতির পদে কে?থারুরের প্রস্তাব, কংগ্রেসের সভাপতি পদের জন্য দলের অবশ্যই নির্বাচনের পথে যাওয়া উচিত।

প্রসঙ্গত,২০১৯-এর লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ ছাড়েন রাহুল। তার পর থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। রাহুলকে ওই পদে ফেরানোর জন্য দলের মধ্য থেকেই বারবার দাবি উঠছে৷ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির শেষ ৩টি বৈঠকেও রাহুলকে সভাপতি পদে ফেরানোর সুর শোনা গিয়েছে। এই সময়েই শশী থারুরের এই মন্তব্য গোটা বিষয়টিতে ভিন্ন মাত্রা যোগ করলো৷

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...
Exit mobile version