Friday, November 28, 2025

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

Date:

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। পরিযায়ী শ্রমিকরা সাগরপাড়া থানার হরেকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তাঁদের অভিযোগ, যাঁরা তাঁদের উপর অত্যাচার চালিয়েছে তাঁরা সকলেই বজরং দলের সদস্য।

চারজনই আহত অবস্থায় বাড়ি ফিরে এসেছেন। তাঁদের মধ্যে রুহুল শেখের (২২) শারীরিক পরিস্থিতি খুবই খারাপ। যাঁরা অত্যাচারিত তাঁদের মধ্যে কয়েকজনের নাম হল- রুহুল শেখ, নাহিদ সরকার, শামীম শেখ। নাহিদের অভিযোগ, তাঁদের শুধুমাত্র বাংলাতে কথা বলার জন্যই নয় তাঁরা মুসলিম বলে তাঁদের উপর মারধর করা হয়েছে। জর করে জয় শ্রীরাম ধ্বনির পরেও চলেছে বেধড়ক মার। তাঁদের হুঁশিয়ারি দেওয়া হয় এলাকা ছেড়ে চলে না গেলে পুড়িয়ে মারা হবে। এদিকে রুহুলে কাকার অভিযোগ, সোমবার ওড়িশার গঞ্জাম জেলের কুদুরা থানার রানিপাড়া এলেকার মসারি, বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট ফেরি করতে বেরিয়েছিলেন। সেখানেই বজরংদলের সদস্যরা আমার ভাইপো রুহুলকে মারধর করেছে।

পুলিশের (Police) কাছে আক্রান্তরা সাহায্যের জন্য গেলেও তারা কোনও সাহায্য করেনি বলে অভিযোগ। স্থানীয়রাও সকলেই চুপ ছিলেন। এই ঘটনা নতুন নয়। আগেও একাধিকবার ওড়িশা (Orissa)-সহ বিজেপিশাসিত বহু রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। পশ্চিমবঙ্গ পরিযায়ী ঐক্য পরিষদের সম্পাদক অসিফ ফারুক, বাঙালি পরিযায়ী শ্রমিক ও ছোট ব্যাবসায়ীদের আক্রান্তের বিষয়ট উল্লেখ করে কেন্দ্রের কাছে চিঠি দিয়েছেন। অভিযোগ, কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষে নেয়নি। তিনি জানিয়েছেন, আবারও এ বিষয়ে চিঠি দেওয়া হবে। আন্দোলনে নামা হবে।

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কবে রিপোর্ট? রাজ্যকে সময় বেঁধে দিল হাই কোর্ট

বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...
Exit mobile version