বাংলায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানো মামলায় রিপোর্ট রাজ্যকে দিতে ৭ দিন সময় বেঁধে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগেই এই সংক্রান্ত মামলায় রাজ্যের কাছে সদর্থক বক্তব্য জানতে চেয়েছিল হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। ইতিবাচক পদক্ষেপের রিপোর্ট দেওয়ার বদলে শুক্রবার ফের সময় চায় রাজ্য (State)। তাতে ডিভিশন বেঞ্চের বক্তব্য, আমরা রাজ্যের থেকে পজিটিভ রিপোর্ট চেয়েছিলাম। আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার দেওয়ার বিষয়টি দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। এমন সিরিয়াস ইস্যুতে বেশি সময় দেওয়া যাবে না। যদিও তার পরে রাজ্যকে আরও এক সপ্তাহ সময় দেওয়া হয় সংক্ষিপ্ত রিপোর্ট দেওয়ার জন্য।
আদালতের (Calcutta High Court) আরও বক্তব্য, যদি রাজ্য রিপোর্টে পজিটিভ ইঙ্গিত না থাকে, তাহলে টানা শুনানি করা হবে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল নথি দেখিয়ে বলেন, কেন্দ্রীয় ক্যাবিনেটে এই ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর কাটা তার দেওয়ার জন্য জমি কিনতে টাকাও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যের থেকে এই নিয়ে কোন বক্তব্য জানা যাচ্ছে না।
ভারত এবং বাংলাদেশ সীমান্তে কয়েকশো কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দাবি তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলায় অভিযোগ করা হয়েছিল, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তের মধ্যে বেশ কয়েক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। আর তার সুযোগ নিয়ে অবাধে চলছে অনুপ্রবেশ এবং চোরাচালান। জমি অধিগ্রহণের কাজে রাজ্য তৎপর নয় বলে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ হচ্ছে না। গত ১৩ নভেম্বর এ নিয়ে রাজ্যের কাছ থেকে হলফনামা তলব করেছিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ।
–
–
–
–
–
–
–