টেস্ট ক্রিকেটের ভয়াবহ ব্যর্থতার পর রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। রাঁচিতে এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে একদিনের সিরিজ শুরুর আগে রাঁচি সাক্ষী থাকল রিউনিয়নের।
রাঁচিতে অনুশীলন শুরু করে দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলির(Virat Kohli)। অনুশীলনেও দারুন ছন্দে আছেন দুই তারকা ক্রিকেটার। কিন্তু রাঁচি মানেই ধোনির শহর। বৃহস্পতিবার রাতে ধোনির(MS Dhoni) বাসভবনে গিয়েছিলেন বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং ঋতুরাজ গায়কোয়াড় সহ ভারতীয় খেলোয়াড়রা ঘটনা
সূত্রের খবর, ভারতীয় দলের হোটেল থেকে রাঁচিতে নিজের বাসভবনে নৈশভোজের আসরে যাওয়ার জন্যে বৃহস্পতিবার গাড়ি চালিয়ে বিরাটকে নিয়ে যান ধোনি(MS Dhoni)। একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে গাড়িতে চালকের আসনে রয়েছেন ধোনি, তাঁর পাশে বসে আছেন কোহলি।
জানা গিয়েছে, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি(Virat Kohli )এবং উইকেট-রক্ষক ঋষভ পন্থও তাঁর ফার্মহাউজে গত ২৭ নভেম্বর নৈশভোজ সারেন।ধোনির বাড়িতে কোহলির আগমনের পর থেকেই বাইরে দাঁড়িয়ে থাকা জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
কথায় আছে জুটিতে লুটি। বিরাট ধোনির জুটি আর দেখা যায় না মাঠে। কিন্তু মাঠের বাইরে তাদের বন্ধুত্ব অটুট আছে। রাঁচিতে এসেই ধোনির ডেরায় গেলেন কোহলি।
–
–
–
–