বিশ্বকাপ জয়ের রেশ কাটিয়ে মাঠে নামছে ভারতীয় মহিলা(India women) দল। একদিনের বিশ্বকাপ জয়ে পর এবার মিশন টি২০-র খেতাব। আগামী বছর রয়েছে টি২০ বিশ্বকাপ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারতীয় মহিলা দল।
আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা(India vs Sri Lanka) টি২০ সিরিজ।দ্বীপরাষ্ট্রের দলের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবে ভারতীয় দল। সিরিজের প্রথম দুটি ম্যাচ বিশাখাপত্তনমে। বাকি তিনটি খেলা তিরুবনন্তপুরমে। ২১, ২৩, ২৬, ২৮ ও ৩০ ডিসেম্বর—এই পাঁচ দিনে পরপর পাঁচটি টি২০।
২০২৪ সালের টি২০ বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছিল ভারত(India women)। কিন্তু বিশ্বকাপ জয়ের পর বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। প্রথমবার আইসিসি খেতাব জিতেছে হরমনপ্রীতের দল। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভারত আরও তিনটি বড় সিরিজ খেলবে—ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া, মে মাসে ইংল্যান্ড।
উল্লেখ্য ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে খেলার কথা ছিল ভারতের। কিন্তু প্রতিবেশী দেশের ভারতের কূটনৈতিক অস্থিরতা থাকায় সেই সিরিজ বাতিল হয়েছে। ফাঁকা সময়ে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলবেন হরমনপ্রীতরা।
–
–
–
–
–