Thursday, August 28, 2025

পরিবারতন্ত্র কায়েম করে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন মাহিন্দা রাজাপক্ষে

Date:

একেই বলে পরিবারতন্ত্র। একটি গণতান্ত্রিক দেশে একই পরিবারের দুই ভাই সেই দেশের শীর্ষ রাষ্ট্রনেতা। এক ভাই রাষ্ট্রপতি তো আরেকজন প্রধানমন্ত্রী। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার পূর্বতন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে আজ, রবিবার চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজধানী কলম্বোর উপকণ্ঠে একটি বিখ্যাত বৌদ্ধ মন্দিরে মাহিন্দা তাঁরই ছোট ভাই তথা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের উপস্থিতিতে শপথ নিলেন।

মাহিন্দা রাজাপক্ষে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত এই দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে দেশের দীর্ঘ ২৫ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জাতিগত সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।

২০০৪ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০১৮ ও ২০১৯ সালে খুব অল্প সময়ের জন্য আবারও প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন।

উল্লেখ্য, গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদীয় সাধারণ নির্বাচনের মাধ্যমেই গত শুক্রবার শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপক্ষে ভাইয়েরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করেন। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, রাজাপক্ষের শ্রীলঙ্কা পিপল’স ফ্রন্ট ১৯৬ আসনের মধ্যে ১২৮টি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে, বিরোধী দল জয় পায় মাত্র ৪৭ আসনে।

শ্রীলঙ্কার সংসদে ২২৫টি আসন রয়েছে। যার মধ্যে ১৯৬ জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হন। বাকি ২৯ জন প্রতিটি দল ও স্বতন্ত্র গ্রুপ কত ভোট পেল তা অনুযায়ী জাতীয় তালিকা থেকে নির্বাচিত হন।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version