গানকে হাতিয়ার করে ২০২১ এর বিধানসভা ভোটে লড়াইয়ে নামছে বিজেপি। ‘আমার পরিবার বিজেপি পরিবার’ কর্মসূচি নিয়েছে রাজ্যের গেরুয়া শিবির। মূলত জনসংযোগের অংশ হিসেবে গানকে বেছে নেওয়া হয়েছে। এই সময় মূল লক্ষ্য বিজেপির সদস্য সংখ্যা বৃদ্ধি। আর তাতে রাজ্যের কর্মী সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে কলার টিউন এবং রিংটোন পাল্টাতে হবে। রীতিমতো হুইপ জারি করে বলা হয়েছে ‘আমার পরিবার বিজেপি পরিবার ‘ এই গান কলার টিউন এবং রিংটোন হিসাবে সেট করতে হবে। এতে নতুন সদস্য ও সাধারণ মানুষ উজ্জীবিত হবে বলে মনে করছে গেরুয়া শিবির।
