Thursday, December 18, 2025

এবার করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালের লাগামহীন বিল নিয়ে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা

Date:

Share post:

গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যজুড়ে বাড়ছে করোনা সংক্রমণের প্রকোপ। সবক্ষেত্রে সরকারি হাসপাতালে অনেকেই হয়তো চিকিৎসা করাচ্ছেন না অথবা করানোর সুযোগ পাচ্ছেন না। অনেকেই বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে করোনা চিকিৎসার জন্য। আর সেই সুযোগকে ব্যবসায়িক কাজে লাগাচ্ছে শহরের অনেক হাসপাতাল কর্তৃপক্ষ। দিনের পর দিন করোনা চিকিৎসার জন্য মাত্রাতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। এবার এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সরব হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

লকডাউন পর্বে বিভিন্ন ক্ষেত্রে শ্রীলেখা মিত্রের প্রতিবাদী ভূমিকা আগেও দেখা গিয়েছে। আজ, রবিবার নিজের ফেসবুক ওয়ালে করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালগুলির লাগামছাড়া বিল নিয়ে একটি পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।

এদিন সকাল থেকেই বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির বিল সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। যা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। সেই বিল পোস্ট করেই শ্রীলেখা প্রতিবাদ জানিয়েছেন।

অভিনেত্রীর সাফ কথা, “রাজ্য হোক কিংবা কেন্দ্রীয় সরকার, সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, আমাদের দেশে নাকি করোনার চিকিৎসা ফ্রি! তা ফ্রিয়ের নমুনা কি এটা? তাহলে আমার করোনা হলেও ওই নির্দেশ মতোই আমিও দরজা-জানালা খুলে বাড়িতে বসে থাকব। দেশে দেশে যেরকম যুদ্ধ হয়, সেরকম এটাও তো একধরণের যড়যন্ত্রই। ভোগান্তিটা তো সাধারণ মানুষদেরই হয়। কে ভাবে তাদের কথা? এই কিছুদিন পরেই তো আমরা ঘটা করে স্বাধীনতা দিবস পালন করব। আমার মনে হয় না, এই দিনটা দেখার জন্য আমাদের পূর্বপুরুষেরা স্বার্থত্যাগ করে বলিদান দিয়েছিলেন। আজকের দিনে। আজকের এই দেশের জন্য আমার কোনও দেশাত্মবোধ নেই। দরিদ্রদের পরিস্থিতি সেই একইরকম রয়ে গিয়েছে। যারা ধান্দাবাজ, তারা আরও বেশি করে নিজেদের স্বার্থসিদ্ধি করছে।”

spot_img

Related articles

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...