রামের জন্মভূমি অযোধ্যা নয় নেপাল! দাবি করে মন্দির তৈরির নির্দেশ ওলির

রামের জন্মভূমি ভারতের অযোধ্যা নয় নেপালের চিতওয়ানের মাডি। কিছুদিন আগে এমনই দাবি করেছিলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। শুধু তাই নয় এখন সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করার কথাও জানিয়েছেন তিনি। তবে কি ভারতকে টেক্কা দিতে ভগবান রামকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছেন ওলি?

গত ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো শেষ হতেই এই বিষয়ে আরও বেশি তৎপর হয়ে ওঠেন ওলি। শনিবার নেপালের চিতওয়ানের মাডি এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে এই বিষয়ে বৈঠক করেন তিনি। ওই বৈঠকে মাডির নাম বদলে অযোধ্যাপুরী করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ওই এলাকায় রাম মন্দির তৈরির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের একটি প্ল্যান তৈরির কাজ শুরু করতে বলেছেন নেপালের প্রধানমন্ত্রী। একইসঙ্গে স্থানীয় মানুষের সঙ্গে দেখা করে ভগবান রাম সম্পর্কিত তথ্যপ্রমাণ জোগাড় করার কথাও জানিয়েছেন। যাতে তাঁর দাবিকে সুপ্রতিষ্ঠিত করা যায়।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছে সেখানে।

Previous articleবিজয়ওয়াড়ার কোভিড সেন্টারের অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Next articleবাটলার-ওকসের কাঁধে ভর করেই পাক বধ ইংল্যান্ডের