Sunday, August 24, 2025

‘সেলিব্রিটিদের জীবন: সাফল্য বনাম ব্যর্থতা’ নবাগতদের মানসিক প্রশিক্ষণের পরামর্শ তারকাদের

Date:

ব্যর্থতা, স্বজনপোষণ, পক্ষপাতিত্ব, দুর্বলতা তারকাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই নবাগতদের মানসিক প্রশিক্ষণের পরামর্শ দিলেন আজকের অভিনেতা, পরিচালক, মনোবিদরা। দক্ষতা, কঠোর পরিশ্রম এবং ধৈর্যকে হাতিয়ার করে সাফল্য ও ব্যর্থতার ভারসাম্য বজায় রাখার কথা বললেন তাঁরা। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ লিবেরাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ আয়োজিত ওয়েবিনারে এই পরামর্শ দেন অভিনেত্রী দেবলীনা দত্ত, পরিচালক সৌমিক সেন, মডেল অপ্সরা গুহ ঠাকুরতা, অভিনেতা-পরিচালক-প্রযোজক অশোক বিশ্বনাথন, মনোবিদ ডা. অনুত্তমা বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা সমীর শর্মারা।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তারকাদের জীবন নিয়ে বেশ কিছু দিক সামনে এসেছে। আলোচনার অংশ হয়ে উঠেছে নেপোটিজম, আত্মহত্যা, তারকাদের যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেই বিষয় গুলি। এই পরিস্থিতিতে ‘সেলিব্রিটিদের জীবন: সাফল্য বনাম ব্যর্থতা ‘ শীর্ষক আলোচনার আয়োজন করে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ লিবেরাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজ। এদিনের আলোচনায় প্যানেলে অংশগ্রহণকারীরা তুলে ধরেন, আত্মহত্যার মতো কঠিন পদক্ষেপ এর কারণ কী হতে পারে। পাশাপাশি এই নেতিবাচক প্রভাবগুলি প্রতিরোধ করার জন্য কী কী উপায় রয়েছে। এই ওয়েবিনার পরিচালনা করেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ লিবেরাল আর্টস অ্যান্ড কালচার স্টাডিজের ডিন অধ্যাপক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়।

এই আলোচনায় অভিনেত্রী দেবলীনা দত্ত নেপোটিজম নিয়ে তাঁর নিজস্ব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অভিনেতা অশোক বিশ্বনাথন এবং সমীর শর্মা বলেন, স্বজনপোষণের মতো বিষয়গুলি আমাদের প্রতিদিনের জীবনে প্রভাব ফেলে। নেতিবাচক মনোভাবের সঙ্গে লড়াই করতে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের উপর জোর দিয়েছেন পরিচালক সৌমিক সেন। অপ্সরা গুহ ঠাকুরতা জানান, এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতিবাচক চিন্তা ভাবনা, হতাশাকে প্রাধান্য দেওয়া যাবে না। কাজ করার সঙ্গে সঙ্গে মানসিকভাবে নিজেকে শক্ত করতে হবে।

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version