Sunday, August 24, 2025

Breaking : ১৫ অগাস্টের মধ্যে স্কুলগুলিকে ৮০% বকেয়া ফিজ জমা করতে কোর্টের নির্দেশ

Date:

১৫ অগাস্টের মধ্যে স্কুলগুলিকে ৮০ শতাংশ বকেয়া ফি জমা দিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যার জেরে চাপের মুখে পড়লেন অভিভাবকরা। বকেয়া ফি না দিলে অনলাইন ক্লাস বা পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট স্কুল যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সোমবার এই কথা জানিয়েছে হাইকোর্ট।

জুলাই মাসের তৃতীয় সপ্তাহে হাইকোর্ট জানায়, ফি বকেয়া থাকুক বা না থাকুক পড়ুয়াকে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত করা যাবে না। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অভিবাবকরা। তবে সোমবার সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ১৫ অগাস্টের ৮০ শতাংশ বকেয়া ফি দিতে হবে স্কুলগুলিকে। একইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মামলা সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না।

প্রসঙ্গত, গত কয়েক মাসে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের স্কুলগুলিতে ফি মকুবের দাবি নিয়ে সরব হন অভিভাবকরা। আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অভিভাবক। এর আগে শুনানিতে ১৫ অগাস্ট পর্যন্ত স্টে অর্ডার দিয়েছিল আদালত। অভিভাবক ফোরামের পক্ষ থেকে সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “টিউশন ফি বাদে যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে তা মকুব করার আবেদন জানিয়েছিলাম আমরা। আদালতের এই নির্দেশে চাপের মুখে পড়লাম।” এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version