Wednesday, November 12, 2025

Breaking : ১৫ অগাস্টের মধ্যে স্কুলগুলিকে ৮০% বকেয়া ফিজ জমা করতে কোর্টের নির্দেশ

Date:

১৫ অগাস্টের মধ্যে স্কুলগুলিকে ৮০ শতাংশ বকেয়া ফি জমা দিতে হবে বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যার জেরে চাপের মুখে পড়লেন অভিভাবকরা। বকেয়া ফি না দিলে অনলাইন ক্লাস বা পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট স্কুল যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। সোমবার এই কথা জানিয়েছে হাইকোর্ট।

জুলাই মাসের তৃতীয় সপ্তাহে হাইকোর্ট জানায়, ফি বকেয়া থাকুক বা না থাকুক পড়ুয়াকে অনলাইন ক্লাস থেকে বঞ্চিত করা যাবে না। তাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন অভিবাবকরা। তবে সোমবার সঞ্জয় বন্দ্যোপাধ্যায় এবং মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে ১৫ অগাস্টের ৮০ শতাংশ বকেয়া ফি দিতে হবে স্কুলগুলিকে। একইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মামলা সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না।

প্রসঙ্গত, গত কয়েক মাসে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের স্কুলগুলিতে ফি মকুবের দাবি নিয়ে সরব হন অভিভাবকরা। আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অভিভাবক। এর আগে শুনানিতে ১৫ অগাস্ট পর্যন্ত স্টে অর্ডার দিয়েছিল আদালত। অভিভাবক ফোরামের পক্ষ থেকে সুপ্রিয় ভট্টাচার্য বলেন, “টিউশন ফি বাদে যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে তা মকুব করার আবেদন জানিয়েছিলাম আমরা। আদালতের এই নির্দেশে চাপের মুখে পড়লাম।” এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version