প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। রবিবার রাতে বাথরুমে পড়ে যান তিনি। তাঁর মাথায় চোট লাগে। সোমবার সকালে তাঁর মাথায় এবং হাতে ব্যথা হওয়ার জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেইমতো সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। সিটিস্ক্যানে তাঁর মাথায় একটি বড় ক্লট ধরা পড়ে। সোমবার সন্ধেবেলায় সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। এর আগে হাসপাতালে যখন তাঁর পরীক্ষা হয়, তখন তিনি করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। সে খবর নিজেই টুইট করে জানান প্রণব মুখোপাধ্যায়। অস্ত্রোপচার শেষ হওয়ার পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। আগামী 96 ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর পরিস্থিতি সঙ্কটজনক বলে জানিয়েছে সেনা হাসপাতাল।
