Friday, August 22, 2025

হোম আইসোলেশনে থাকলে বিনামূল্যে পালস অক্সিমিটার যন্ত্র ও ওষুধ দেবে অসম সরকার

Date:

বড় কোনও উপসর্গ না থাকার কারণে যে সব কোভিড রোগী হোম আইসোলেশনে থাকবেন, তাঁদের বিনামূল্যে ওষুধ এবং পালস অক্সিমিটার যন্ত্র দেবে অসম সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। জানা গিয়েছে, সোমবার থেকেই গুয়াহাটি শহরে এই প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে।

প্রসঙ্গত, দেশের অন্যান্য রাজ্যের মত উত্তর-পূর্বেও বেশ দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর খবরও আসছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলির শয্যায় টান পড়েছে। তাই উপসর্গ মারাত্মক না হলে হাসপাতালে ভরতি না হয়ে বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে অসমবাসীকে। এজন্য রাজ্যের শহরগুলিতে চালু হয়েছে টেলিমেডিসিন পরিষেবা। এবার তার পরিধি বাড়ানো হবে শহরের বাইরেও। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি পালস অক্সিমিটার যন্ত্র দেওয়া হবে বাড়িতে থাকা রোগীদের, যাতে নিজেরাই শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে পারেন। কোভিড রোগীদের ক্ষেত্রে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে থাকলেও প্রবল শ্বাসকষ্ট হওয়ার আগের মুহূর্তে রোগী কোনও উপসর্গ অনুভব করেন না। সেই কারণে বহু ক্ষেত্রে তা প্রাণঘাতী হয়ে যায়। বাড়িতে থেকেই এবার যদি নিয়মিত পালস অক্সিমিটার যন্ত্রে রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয়ের সুযোগ পান উপসর্গহীন রোগীরা, তাহলে শারীরিক পরিস্থিতির উপর নজরদারি আরও সহজ হবে, প্রাণও বাঁচবে। অসমের আগে দিল্লি সরকারও হোম আইসোলেশনে থাকা কোভিড রোগীদের বিনামূল্যে ওষুধ ও পালস অক্সিমিটার দিয়েছিল। তাতে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে বলে জানিয়েছে আপ সরকার। এবার অসমও সেই পথেই।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version