Sunday, August 24, 2025

মহামারির আবহে জম্মুর পাহাড়ি গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ

Date:

জম্মুর পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে তাদের উন্নয়নে অনবরত কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার করোনা পরিস্থিতিতে পাহাড় ঘেরা জম্মু শহরের দুর্গম এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মোবাইল মেডিকেল ভ্যান চালু করল জম্মু ভারত সেবাশ্রম সঙ্ঘ।এই পরিষেবা চালানোর জন্যে  এস বি আই লাইফ ইন্স্যুরেন্স -এর উদ্যোগে ৩ অগস্ট   মোবাইল মেডিক্যাল ভ্যান তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্যামিত্রানন্দ মহারাজের হাতে। পাশাপাশি মোবাইল মেডিক্যাল পরিষেবা চালাতে সঙ্ঘকে আর্থিক সহযোগিতাও তুলে দেওয়া হয় এস বি আই লাইফ ইন্সুরেন্সের পক্ষ থেকে। এই বিষয়ে সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, অমরনাথ যাত্রা ও বৈষ্ণোদেবী তীর্থযাত্রীদের থাকা-খাওয়াসহ নানা সহযোগিতা করার পাশাপাশি জম্মু-কাশ্মীরের দুর্গম এলাকায় পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন সহ নানা কাজ করে চলেছি আমরা । এরই অঙ্গ হিসেবে এই মোবাইল মেডিকেল ভ্যানের মাধ্যমে এবার দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন সঙ্ঘের চিকিৎসকরা।সপ্তাহে ছ দিন এই মোবাইল মেডিক্যাল ভ্যান পাহাড়ের গ্রামগুলিতে ঘুরে ঘুরে মেডিক্যাল পরিষেবা দেবে।মহারাজ বলেন, জম্মু আশ্রমে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দশটি স্কুলকে চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি সহ নানা সামগ্রী তুলে দেওয়া হয়। ১২৫ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়া হয়েছে এবং অনেকগুলি স্কুলে শৌচালয় তৈরি করে দেওয়া হয়েছে ও পানীয় জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে সঙ্ঘের পক্ষ থেকে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version