জম্মুর পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে তাদের উন্নয়নে অনবরত কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার করোনা পরিস্থিতিতে পাহাড় ঘেরা জম্মু শহরের দুর্গম এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মোবাইল মেডিকেল ভ্যান চালু করল জম্মু ভারত সেবাশ্রম সঙ্ঘ।এই পরিষেবা চালানোর জন্যে এস বি আই লাইফ ইন্স্যুরেন্স -এর উদ্যোগে ৩ অগস্ট মোবাইল মেডিক্যাল ভ্যান তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্যামিত্রানন্দ মহারাজের হাতে। পাশাপাশি মোবাইল মেডিক্যাল পরিষেবা চালাতে সঙ্ঘকে আর্থিক সহযোগিতাও তুলে দেওয়া হয় এস বি আই লাইফ ইন্সুরেন্সের পক্ষ থেকে।