Monday, August 25, 2025

গেহলট শিবিরের অস্বস্তি বাড়িয়ে রাহুলের সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ শচিনের!

Date:

রাজস্থান সংকটে নয়া মোড়! গেহলট শিবিরের অস্বস্তি বাড়িয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করলেন বিদ্রোহী শচিন পাইলট। আর এই ঘটনায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের সরগরম রাজস্থানের রাজনীতি।

রবিবার মরুশহর জয়সলমীরে কংগ্রেস পরিষদীয় দলের বৈঠক হয়। জয়সলমীরের রিসর্টেই রাখা হয়েছে মুখ্যমন্ত্রী অশোক গেহলট ঘনিষ্ঠ বিধায়কদের। বৈঠকে রাজ্যের নগরোন্নয়ন ও আবাসন মন্ত্রী শান্তি ধারিওয়াল বলেন, যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের আর কখনই ফিরিয়ে নেওয়া উচিত নয়। অন্য বিধায়করাও একবাক্যে তাঁকে সমর্থন করেন। এআইসিসি-র সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে বলেন, কংগ্রেসে বিদ্রোহ নিয়ে ব্যবস্থা নেবে স্বয়ং হাইকম্যান্ড। তবে তিনি নিজে চান, বিদ্রোহীদের যেন আর ফেরানো না হয়। এই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে খবর, কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে চেয়েছেন শচিন। তিনি কথা বলতে চান রাহুল গান্ধীর সঙ্গে। সূত্রের খবর, বিদ্রোহী প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কথা বলেছেন কংগ্রেসের প্রথম সারির দুই নেতা আহমেদ প্যাটেল ও কে সি বেণুগোপালের সঙ্গে। এবার তিনি প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সাক্ষাৎপ্রার্থী। যদিও রাহুল তাঁকে সময় দিয়েছেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এক্ষেত্রে দুরকম সম্ভাবনাই আছে। শচিন নিজে এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি। তাঁর অনুগামী ১৮ জন বিক্ষুব্ধ বিধায়ক এখনও রয়েছেন হরিয়ানায়।

Related articles

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...
Exit mobile version