Friday, December 19, 2025

সুশান্তের মৃত্যুর প্রেক্ষিতে বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারে অভিযোগ উত্তরপাড়ার বধূর

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রেক্ষিতে বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর পোস্টের প্রতিবাদে লালবাজারে অভিযোগ দায়ের করলেন উত্তরপাড়ার এক মহিলা।সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নাম জড়িয়েছে বঙ্গ তনয়া রিয়া চক্রবর্তীর। এরপর থেকেই সমস্ত বাঙালি মহিলাদের হেয় করে কুরুচিকর পোস্টে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। বাঙালি মহিলাদের নিয়ে যে ভাবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিকর মন্তব্য ভেসে আসছে তার প্রতিবাদে উত্তরপাড়ার এক বধূ রূপা চক্রবর্তী খান লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন।

উত্তরপাড়া ভদ্রকালীর বাসিন্দা রূপা চক্রবর্তী খান গত কয়েকদিন আগে লালবাজারে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে লালবাজার তদন্তে নেমেই সন্ধান পায় বেশ কয়েকটি ফেক ফেসবুক অ্যাকাউন্টের। পরে সেই সব অ্যাকাউন্ট বন্ধ করে দেয় পুলিশ।যদিও নতুন করে ফেক একাউন্ট খুলে আবার সেই বাঙালি মহিলাদের হেয় করা হচ্ছে বলে অভিযোগ রূপার।
তিনি বলেন, “সুশান্ত মৃত্যুর পরে যে ভাবে বাঙালি মহিলাদের বিশ্বের কাছে ছোটো করা হচ্ছে সেটা খুব লজ্জার। আমরা গর্ব করি আমরা বাঙালি। কিন্তু আমাদের নিয়ে যে বা যারাই এটা করছে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ। একই সঙ্গে উত্তরপাড়ার বঙ্গযোদ্ধা নামে একটি অরাজনৈতিক সংগঠন লালবাজারে অভিযোগ করেছে। সেই সংগঠনের সদস্য প্রবীর রায় বলেন, যারা ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে বাঙালি মহিলাদের লজ্জাজনক ছবি বা কমেন্ড পোস্ট করছে তাদের বিরুদ্ধে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানাই।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...