চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে কাটলো না জট, শুক্রবার ফের শুনানি সুপ্রিম কোর্টে

চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে সোমবারও কাটল না জট। মহারাষ্ট্র ও দিল্লি সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে। ১৪ আগস্ট ফের শুনানি হবে এই মামলার।

সোমবার আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ইউজিসি একমাত্র স্বশাসিত সংস্থা যা ডিগ্রি সংক্রান্ত যাবতীয় নিয়ম লাগু করতে পারে। রাজ্য এই নিয়ম পরিবর্তন করতে পারে না। পরীক্ষা না নেওয়া পড়ুয়াদের স্বার্থবিরোধী কাজ। প্রসঙ্গত, গত ৬ জুলাই চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মহামারি আবহে এই নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে মহারাষ্ট্র ও দিল্লি সরকার। এমনকী এ রাজ্যের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার নির্দেশিকা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছেন।

Previous articleকুকথায় সরগরম বীরভূম: রাজুর ‘এনকাউন্টারের’ জবাবে অনুব্রতর ‘গরু-ছাগল’
Next articleসুশান্তের মৃত্যুর প্রেক্ষিতে বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারে অভিযোগ উত্তরপাড়ার বধূর