Sunday, November 16, 2025

বে‌নজির সিদ্ধান্ত, নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে ভর্তি ফি মাত্র ১ টাকা

Date:

মাত্র ১ টাকা অ্যাডমিশন ফি দিলেই নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে এ বছর ভর্তি হতে পারবেন পড়ুয়ারা৷

মহামারি পরিস্থতিতে চরম সংকটে আছেন মানুষ৷ অর্থের অভাব, কাজকর্ম অনিশ্চিত, ঘরের ছেলেমেয়েদের পড়াশোনা
চালানোর ক্ষমতাও হারিয়েছেন অনেক অভিভাবক৷

ঠিক সেই সময় অনুসরনযোগ্য নজির গড়লো নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ৷ অর্থের অভাবে পড়ুয়াদের পড়াশোনা যাতে বিঘ্নিত না হয়, সে জন্যই কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত, মাত্র ১ টাকা অ্যাডমিশন ফি দিলেই নৈহাটির ঋষি বঙ্কিম কলেজে এ বছর ভর্তি হতে পারবেন পড়ুয়ারা৷ কলেজের গভর্নিং বডির সভাপতি অমল চক্রবর্তী বলেছেন, ‘‌‘‌বিষয়টি নিয়ে দীর্ঘ
আলোচনা হয়েছে৷ এর পরই স্থির হয়েছে, পড়ুয়া প্রতি অ্যাডমিশন ফি হবে
এক টাকা৷ এই সিদ্ধান্তে পড়ুয়াদের উপকার হবে। কাউকেই অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে হবেনা।’‌’‌
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাডমিশন বাবদ যে অর্থ আসার কথা ছিল তা এবার স্বাভাবিকভাবেই আসবেনা। এই ফাঁক পূরণ করবে কলেজের রিজার্ভ ফান্ড। সঞ্চিত অর্থ দিয়েই আগামী এক বছরের আর্থিক ধাক্কা সামলানো হবে।

ঋষি বঙ্কিম কলেজে গতবছর সর্বনিম্ন ৩,৩৩৫ টাকা থেকে সর্বোচ্চ ১১ হাজার ৩৩০ টাকা ফি নেওয়া হয়েছিল। আর এই অ্যাডমিশন ফি ঠিক হয় পড়ুয়াদের বিষয় নির্বাচনের ওপর ভিত্তি করে। এবার সবক্ষেত্রেই এবার নেওয়া হবে ১ টাকা করে। অর্থাৎ ফর্মের জন্য ৬০ টাকা এবং ১ টাকা অ্যাডমিশন ফি দিয়েই ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা৷ কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারাও।পড়ুয়াদের স্বার্থে একটি কলেজের এ ধরনের নজিরবিহীন উদ্যোগ দেখে রাজ্যের বাকি স্কুল-কলেজ কিছু শিক্ষা নিতে পারে বলেই আশা করছে ছাত্র ও শিক্ষক সমাজ৷

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version