Thursday, August 21, 2025

চেন্নাই ও পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করবে এই কেবল্ ,উদ্বোধন করে মন্তব্য প্রধানমন্ত্রীর

Date:

চেন্নাই ও পোর্ট ব্লেয়ারের মধ্যে সংযোগ স্থাপন করবে অপটিক্যাল ফাইবার কেবল ,উদ্বোধন করে মন্তব্য প্রধানমন্ত্রী। সোমবার
আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অপটিক্যাল ফাইবার কেবল সংযোগের উদ্বোধন করলেন মোদি । 2018 সালে 30 ডিসেম্বর এই প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী । আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারই উদ্বোধন করেন তিনি ।
সমুদ্রের তলা দিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত প্রায় ২,৩০০ কিলোমিটার রাস্তায় সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হল। যার ফলে আমূল বদলে যাবে ভারতের তথাকথিত উপেক্ষিত আন্দামান-নিকোবরের মোবাইল এবং ইন্টারনেট পরিষেবার গতি। প্রধানমন্ত্রী বললেন,” এই নতুন ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার ফলে দেশের বাকি অংশের মানুষ যেভাবে ডিজিটাল ইন্ডিয়ার সুবিধা পাচ্ছেন, এখন থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষও তাই পাবেন। ইন্টারনেটে পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা সংক্রান্ত বিষয়ে সুবিধা হবে সবেরই। অনলাইন ব্যাঙ্কিং থেকে শুরু করে টেলিমেডিসিন পর্যন্ত সব কিছুই এখন অনায়াসে করতে পারবেন আন্দামান-নিকোবরের বাসিন্দারা। এছাড়াও, এখানকার ১২টি দ্বীপে বিভিন্ন সুদূরপ্রসারী প্রভাবের প্রকল্প শুরুর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
এদিন তিনি দাবি করেন, ইন্টারনেট পরিষেবার উন্নতির ফলে আন্দামানের অর্থনীতিও দ্রুত গতিতে বদলে যাবে। কারণ, মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা ভাল হলে আরও বেশি পর্যটক, আন্দামানে আরও বেশিদিন সময় কাটাবেন। যা স্থানীয়দের রোজগারের সুবিধা অনেকটা বাড়িয়ে দেবে।
তিনি বলেন , “সমুদ্রের তলায় ২৩০০ কিলোমিটার পর্যন্ত এই কেবল পাতাটা অত সহজ ছিল না। বছরের পর বছর ধরে এই প্রকল্পের প্রয়োজনীয়তা উপলব্ধি করা সত্বেও এই কাজটি হয়নি। কিন্তু আমি খুশি করোনার মতো বিপদ এড়িয়ে সময়ের আগে এই কাজ শেষ করা গিয়েছে । এই অঞ্চলের মানুষকে উপযুক্ত টেলিফোন পরিষেবা দেওয়াটা আমাদের দায়িত্ব ছিল।”

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version