Monday, August 25, 2025

বাঘের ঘরেই ঘোগের বাসা !

সরাসরি ইন্টেলিজেন্স ব্যুরো বা IB-র সদর দপ্তরে চাকরি দেওয়ার নাম করে দেশজুড়ে এক বড়মাপের প্রতারণা ব্যবসার হদিশ মিলেছে৷ চাকরি দেওয়ার নাম করে এক একজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা সামনে এসেছে৷
চলতি বছরের জানুয়ারি- ফেব্রুয়ারি মাস থেকে এই চক্র সক্রিয়৷ লকডাউন পর্বে আরও সক্রিয় হয়েছে৷ এখনও পর্যন্ত এ ধরনের শতাধিক ভুয়ো নিয়োগপত্র IB-র অফিসারদের নজরে এসেছে৷ শুধুই দিল্লির সদর দপ্তরে নয়, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারে IB-র আঞ্চলিক অফিসেও এভাবেই ‘চাকরিতে যোগ দিতে এসে’ ফাঁসছেন কর্মহীন যুবক-যুবতীরা৷ জানতে পারছেন প্রতারিত হওয়ার কথা৷
IB কর্তারা জানতে পেরেছে, দপ্তরের নাম ও লোগোর সঙ্গে সাদৃশ্য রেখে নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেখানেই IB-তে বিভিন্ন পদে লোক নেওয়ার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিভিন্ন দৈনিকেও আবেদনপত্র চাওয়া হয়েছে। ফর্ম জমা নেওয়ার সময় পোস্টাল চার্জ পর্যন্ত নেওয়া হচ্ছে। অ্যাডমিট কার্ড যাচ্ছে ডাক মারফৎ। লিখিত পরীক্ষার জন্য দিল্লিতে ডাক পড়ছে প্রার্থীদের। সেখানেই বিভিন্ন কৌশলে পদ অনুসারে টাকার অঙ্ক পাঁচ থেকে দশ লক্ষ চাওয়া হচ্ছে৷ তথাকথিত ‘সফল’ প্রার্থীদের নাম প্রতারকদের তৈরি জাল ওয়েবসাইটে প্রকাশের পর যাচ্ছে নিয়োগপত্র। টাকার দাবি জানানো হচ্ছে। চাকরিতে যোগ দিতে এসে যুবক-যুবতীরা জানতে পারছেন, তাঁরা প্রতারিত হয়েছেন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও এই অভিযোগ জানানো হয়েছে৷ এরপর স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই দেশজুড়ে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এই প্রতারণা চক্রটি ও তার পাণ্ডাদের বিষয়ে তথ্য জোগাড়ের কাজ চলছে।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version