কচু পাতার মধ্যে দু-মুখো বিরল চন্দ্রবোড়া! তারপর কী হল দেখুন…

কচু পাতার মধ্যে কী যেন নড়াচড়া করছে ! অনেক্ষণ ধরেই কিছু বুঝতে পারছিলেন না মহিলা। একটু সামনে যেতেই চক্ষু চড়কগাছ! কচুপাতার মধ্যে রয়েছে দুই মাথার একটি আস্ত বিষধর চন্দ্রবোড়া! মুম্বইয়ের কাছেই কল্যাণ গান্ধার রোডের ঘটনা ।
ডিম্পল শাহ নামে ওই মহিলা সাপটিকে দেখে খবর দেন বনবিভাগে। উদ্ধারকারী দলের সদস্যরা এসে চন্দ্রবোড়া সাপের শাবকটিকে উদ্ধার করে।

ভারতীয় বনবিভাগের এক অধিকার্তা সুশান্ত নন্দা সাপটির একটি ভিডিও পোস্ট করেন । মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
বনবিভাগের তরফে জানানো হয়েছে,  এটি বিরলতম চন্দ্রবোড়া। এর বিষ ভয়ঙ্কর। বিষের তীব্রতা এই সাপ আমাদের ভারতে খুবই কম পাওয়া যায় ।

সাপটির দু’টি মাথা রয়েছে । দু’টি মাথাই সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি বিরল জিনগত ত্রুটি ।

Previous articleট্রেন চলাচল বন্ধের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি তুঙ্গে
Next articleট্রেন চলাচল বন্ধের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি তুঙ্গে