স্কুল খুলতেই বাড়ল সংক্রমণ, দু’সপ্তাহে আক্রান্ত প্রায় à§§ লক্ষ শিশু

স্কুল খুলতেই সংক্রমণের মাত্রা বাড়ল আমেরিকায়। গত দু’সপ্তাহে ভাইরাস আক্রান্ত হয়েছে à§§ লক্ষ শিশু। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়েট্রিক্স এবং চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশন-এর যৌথ ভাবে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে উল্লেখ করা হয়েছে, স্কুল খোলার পর বিগত দু’সপ্তাহে আমেরিকায় ৯৭ হাজার শিশুর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ভাইরাস সংক্রমণের জেরে বিশ্বের বেশিরভাগ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। মূলত অনলাইন ব্যবস্থার মাধ্যমে চলছে পঠনপাঠন। এই আবহে গত কয়েক মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করে আমেরিকা। আর স্কুল চালু হওয়ার পর লাফিয়ে বেড়েছে শিশুদের মধ্যে সংক্রমণ। আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়েট্রিক্স এবং চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত ১৫ দিনে শিশুদের ৪০ শতাংশ সংক্রমণ বেড়েছে।