Wednesday, January 14, 2026

শুভেন্দুর কীর্তনের পুরনো ভিডিও হঠাৎ ভাইরাল, তুঙ্গে জল্পনা

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর হরিনাম সংকীর্তন আপাতত খবরের শিরোনামে। একটু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে শুভেন্দুও খোল বাজাচ্ছেন। কীর্তনে রামনামও রয়েছে। যদিও যে ভিডিওটি এখন ভাইরাল হয়েছে, সেটি গত বছরের।

ফলে, কোনো কোনো অংশ থেকে বাজারে ছাড়া হয়েছে ” তৃণমূলের এক শীর্ষনেতার বিজেপিতে যাওয়ার ইঙ্গিত।” অর্থাৎ হিন্দুদের নামকীর্তনে শুভেন্দু এইভাবে অংশ নিয়েছেন মানেই তিনি বিজেপিতে গেলেন বলে! এ নিয়ে একাধিক নেতাও “অফ দি রেকর্ড” বোঝাতে শুরু করেছেন।

শুভেন্দুর ঘনিষ্ঠমহলের বক্তব্য, তিনি এলাকার বিভিন্ন ধর্মের অনুষ্ঠানেই যান। মন্দিরের পুজোঅর্চনায় যাওয়া নতুন নয়। আর কীর্তনে নেমে পড়া মানেই বিজেপিতে যাচ্ছেন, এটা অরাজনৈতিক ব্যাখ্যা। আর গত বছরের ভিডিও কারা ছাড়ছে আর কী রটাচ্ছে তা নিয়ে আর কী বলার আছে?

রাজনৈতিক ওয়াকিবহালের মহলের মতে, শুভেন্দুর যদি দল নিয়ে কোনো বক্তব্যও থাকে, তাহলে তাঁর ক্ষোভ বোঝাতে বা উল্টোদিকে বিজেপিকে বার্তা দিতে কীর্তন গাইবার প্রয়োজন নেই। শুভেন্দু যে উচ্চতায় আছেন, তাতে সরাসরিই বলতে পারেন। এইসব ইঙ্গিত, জল্পনা, রটনার পর্যায়ে শুভেন্দু অধিকারী পড়বেন না। ফলে বিষয়টিকে শুভেন্দুর নিজস্ব একটি কর্মসূচি হিসেবে দেখাই ভালো। এতে তিনিও বিশেষ রাজনৈতিক ইঙ্গিত দিতে চলেছেন বলে মনে হয় না।

তবে যাই হোক, যেহেতু তিনি শুভেন্দু, ফলে এই ছবি নিয়ে নানা আলোচনা জমে উঠেছে। তবে কারা কোন উদ্দেশে পুরোনো ভিডিওটি নতুন করে ছেড়ে ইঙ্গিতপূর্ণ বিভ্রন্তি ছড়াতে শুরু করলেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ছবিটি গত বছরের হনুমান মন্দিরের। এবারের জন্মাষ্টমীতেও তিনি প্রতিবারের মত ইসকনের মন্দিরে ছিলেন।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...