Thursday, August 21, 2025

তৃণমূল কংগ্রেস নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর হরিনাম সংকীর্তন আপাতত খবরের শিরোনামে। একটু ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে শুভেন্দুও খোল বাজাচ্ছেন। কীর্তনে রামনামও রয়েছে। যদিও যে ভিডিওটি এখন ভাইরাল হয়েছে, সেটি গত বছরের।

ফলে, কোনো কোনো অংশ থেকে বাজারে ছাড়া হয়েছে ” তৃণমূলের এক শীর্ষনেতার বিজেপিতে যাওয়ার ইঙ্গিত।” অর্থাৎ হিন্দুদের নামকীর্তনে শুভেন্দু এইভাবে অংশ নিয়েছেন মানেই তিনি বিজেপিতে গেলেন বলে! এ নিয়ে একাধিক নেতাও “অফ দি রেকর্ড” বোঝাতে শুরু করেছেন।

শুভেন্দুর ঘনিষ্ঠমহলের বক্তব্য, তিনি এলাকার বিভিন্ন ধর্মের অনুষ্ঠানেই যান। মন্দিরের পুজোঅর্চনায় যাওয়া নতুন নয়। আর কীর্তনে নেমে পড়া মানেই বিজেপিতে যাচ্ছেন, এটা অরাজনৈতিক ব্যাখ্যা। আর গত বছরের ভিডিও কারা ছাড়ছে আর কী রটাচ্ছে তা নিয়ে আর কী বলার আছে?

রাজনৈতিক ওয়াকিবহালের মহলের মতে, শুভেন্দুর যদি দল নিয়ে কোনো বক্তব্যও থাকে, তাহলে তাঁর ক্ষোভ বোঝাতে বা উল্টোদিকে বিজেপিকে বার্তা দিতে কীর্তন গাইবার প্রয়োজন নেই। শুভেন্দু যে উচ্চতায় আছেন, তাতে সরাসরিই বলতে পারেন। এইসব ইঙ্গিত, জল্পনা, রটনার পর্যায়ে শুভেন্দু অধিকারী পড়বেন না। ফলে বিষয়টিকে শুভেন্দুর নিজস্ব একটি কর্মসূচি হিসেবে দেখাই ভালো। এতে তিনিও বিশেষ রাজনৈতিক ইঙ্গিত দিতে চলেছেন বলে মনে হয় না।

তবে যাই হোক, যেহেতু তিনি শুভেন্দু, ফলে এই ছবি নিয়ে নানা আলোচনা জমে উঠেছে। তবে কারা কোন উদ্দেশে পুরোনো ভিডিওটি নতুন করে ছেড়ে ইঙ্গিতপূর্ণ বিভ্রন্তি ছড়াতে শুরু করলেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই ছবিটি গত বছরের হনুমান মন্দিরের। এবারের জন্মাষ্টমীতেও তিনি প্রতিবারের মত ইসকনের মন্দিরে ছিলেন।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version