রিয়াদের ফোন বাজেয়াপ্ত, জেরা সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতিকে

ইডির জেরার মুখে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি। অন্যদিকে বাজেয়াপ্ত করা হলো রিয়া, সৌভিক ও বাবা ইন্দ্রজিতের ফোন।

মঙ্গলবার সকাল থেকে শ্রুতিকে দফায় দফায় জেরা করা হয়। জানতে চাওয়া হয় সুশান্তের ছবি প্রতি পারিশ্রমিক, এন্ডোর্সমেন্ট ফিজ নিয়ে। এমনকী কারা সুশান্তের ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন, সে তথ্যও নথিভুক্ত করা হয়। পাশাপাশি এদিন রিয়া তার ভাই সৌভিক ও বাবা ইন্দ্রজিতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। ফোনগুলির ফরেন্সিক পরীক্ষা হবে। তবে ইডি অফিসারদের ধারণা, ইতিমধ্যে ফোনগুলির সমস্ত ডেটা ডিলিট করে ফেলা হয়েছে।