সারা দেশের মতই পশ্চিমবঙ্গেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বাদ পড়ছেন না মন্ত্রী-আমলারাও। এবার আক্রান্তের তালিকায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আজ, মঙ্গলবার তাঁর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর কোনও ঝুঁকি না নিয়ে মন্ত্রীকে তড়িঘড়ি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখান থেকে স্বপনবাবুকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে৷ জানা গিয়েছে, স্বপন দেবনাথের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের প্রথমসারির নেতা স্বপন দেবনাথের করোনা সংক্রমণের খবরে উদ্বিগ্ন জেলার তৃণমূল কর্মী সমর্থক ও তাঁর অনুগামীরা। সতর্কতা অবলম্বনে সম্প্রতি তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।



