Friday, August 22, 2025

বেহাল অর্থনীতিকে বাঁচাতে আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী

Date:

মহামারিজনিত কারনে তলিয়ে যাওয়া অর্থনীতির হাল ফেরাতে আরও একটি প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই প্যাকেজের সঙ্গে যুক্ত কেন্দ্রীয় আমলাদের মতে, আগামী ১৩ আগস্টের মধ্যেই প্রধানমন্ত্রী এই ঘোষণা করতে পারেন।

মহামারি’র প্রকোপে তছনছ হয়েছে বিশ্ব অর্থনীতি। ভারতের ছবিও অন্যরকম কিছু নয়৷ হাল ফেরাতে ভারতে আর্থিক প্যাকেজ ঘোষিত হয়েছে৷

জানা গিয়েছে, খুব শীঘ্রই আরও একটি প্যাকেজ ঘোষণার মাধ্যমে ভেঙে পড়া অর্থনীতির পুনরুজ্জীবনের পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ ইকোনমিক্স টাইমস-এর একটি প্রতিবেদনে বুধবার এই ধরনের এক প্যাকেজের
উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, এবারের এই প্যাকেজ স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারেন। ওই উদ্যোগে কর সংক্রান্ত প্রশাসনিক সিদ্ধান্তেও বড় পরিবর্তন আনা হতে পারে।

মহামারি পরিস্থিতি বিবেচনা করে এর আগে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’ এবং ‘আত্মনির্ভর ভারত’ শীর্ষক দু’টি প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। নতুন প্যাকেজটিতে এই দুই প্রকল্পের পরবর্তী ধাপের কথা রাখা হতে পারে।

এক সরকারি শীর্ষ আমলার মন্তব্য উদ্ধৃত করে ইকোনমিক্স টাইমস-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দু’টি উদ্যোগ ছিল মহামারির প্রেক্ষিতে সাধারণ মানুষ এবং শিল্পকে স্বস্তি দেওয়ার। এ বারের প্যাকেজটিতে পরিকাঠামো পুনর্নির্মাণে জোর দেওয়া হবে।

এ বারের প্রস্তাবিত বিষয়গুলির মধ্যে অন্যতম, আরও একটি ডিজিটাল- কর প্রশাসন, করদাতাদের অধিকারকে বাড়িয়ে তোলা, প্রতিরক্ষা সরঞ্জামের ক্রয় সংক্রান্ত নীতি সামনে এনে মূল পরিকাঠামোগত প্রকল্পগুলিতে ব্যয় ত্বরান্বিত করা৷ একইসঙ্গে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা শেষ করা ইত্যাদি।

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...
Exit mobile version