Thursday, August 28, 2025

আমেরিকা, ব্রিটেন আগেই সংশয় প্রকাশ করেছিল। এবার সেই পথে হেঁটে কানাডাও জানিয়ে দিল, রাশিয়ার ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হবে না। এর সাফল্য নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যেরকম অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে পুতিন সরকার, তাতে বিস্ময় প্রকাশ করে কানাডার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক হাওয়ার্ড এনজু বলেন, এই ভ্যাকসিন নিয়ে যথাযথ তথ্যের অভাব রয়েছে। সেই কারণেই রুশ ভ্যাকসিন ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে

অনেক আগে থেকেই রাশিয়াকে টিকা তৈরির প্রচলিত পথ মনে করাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। রাশিয়ায় তৈরি ভ্যাকসিনকে আনুষ্ঠানিকভাবে এখনও অনুমোদনও দেয়নি হু। জেনিভায় সংস্থার অন্যতম এক আধিকারিক জানান, রুশ ভ্যাকসিন নিয়ে আমাদের আরও অনেক তথ্য জানতে হবে, পর্যালোচনা করতে হবে। তারপরে আসবে অনুমোদনের প্রশ্ন।

মঙ্গলবারই ভ্যাকসিনে ছাড়পত্র দেয় রুশ স্বাস্থ্যমন্ত্রক। ভ্যাকসিনের নাম সোভিয়েত ইউনিয়ন প্রেরিত বিশ্বের প্রথম মহাকাশযানের নামে, স্পুটনিক ভি। রেকর্ড সময়ের মধ্যে মহামারীর ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, তাঁর মেয়ের শরীরেও এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। উল্লেখ্য, ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর দু’মাসেরও কম সময়ের মধ্যে ভ্যাকসিনের সাফল্য দাবি করেছে মস্কো। যা নিয়ে প্রশ্ন বিশ্বজুড়ে। এর পাশাপাশি আগামী সেপ্টেম্বর থেকে ভ্যাকসিনের উৎ‍পাদন শুরুর দাবি জানিয়েছে রুশ সরকার। বলা হয়েছে, অক্টোবরে রাশিয়ায় গণটিকাকরণ শুরু হয়ে যেতে পারে এবং চলতি বছরের শেষে ২ কোটি ডোজ তৈরি করা সম্ভব হবে। শুধু রাশিয়া নয়, বিশ্বের কুড়িটি দেশ এই ভ্যাকসিন নিয়ে আগ্রহ দেখিয়েছে বলে দাবি করে রাশিয়া। বলা হয়েছে, এই ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে আগ্রহী দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রাজিল, ফিলিপিন্স এবং ভারতে। এর পরে শুরু হবে উৎপাদন। তখনও বিভিন্ন দেশের সঙ্গে হাত মেলাবে রাশিয়া। সেই তালিকায় ভারতও রয়েছে। ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, সৌদি আরব, তুরস্ক এবং কিউবায় ‘স্পুটনিক ভি’ উৎপাদন হবে বলে দাবি করা হয়েছে রুশ সরকারের বিবৃতিতে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version