Wednesday, August 27, 2025

কলকাতা পুলিশে করোনা-আক্রান্তের সংখ্যা
রোজই বৃদ্ধি পাচ্ছে৷ সংক্রমণের হার কমাতে চায় লালবাজার। আর সে কারনেই বাহিনীর সদস্যদের জন্য নির্দিষ্ট কার্যবিধি বা ‘SOP’ তৈরি করেছে লালবাজার। ৩০ পাতার ওই কার্যবিধিতে করোনা-আবহে কী করা দরকার এবং কী করা একদমই উচিত নয়, তা বলা রয়েছে। বুধবার রাতের মধ্যেই সব থানা, ট্র্যাফিক গার্ড ও ইউনিটে এই নতুন নির্দেশিকা বা SOP পৌঁছে দেওয়া হয়েছে৷
লালবাজারের এই নয়া নির্দেশিকা বা SOP-তে বলা হয়েছেঃ

◾(১) থানা, ট্র্যাফিক গার্ড ও পুলিশের সমস্ত ইউনিটে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে৷

◾(২) ট্র্যাফিক গার্ড ও থানায় বহিরাগতদের জন্য একটি জায়গা নির্দিষ্ট করে দিতে হবে।

◾(৩) এই নির্দিষ্ট জায়গাতেই বহিরাগতরা অভিযোগ নথিবদ্ধ করিয়ে যাবেন।

◾(৪) বহিরাগতদের সঙ্গে পুলিশকর্মীদের কথা বলার জন্য আলাদা ভিজিটর্স রুমও তৈরি করতে হবে৷

◾(৫) থানা কিংবা ট্র্যাফিক গার্ডে প্রবেশের আগে বহিরাগতদের থার্মাল স্ক্রিনিং ও হাত জীবাণুমুক্ত করার বিষয়টি বাধ্যতামূলক৷

◾(৬) এই কাজের জন্য এক জন পুলিশকর্মী গেটের সামনে ডিউটিতে থাকবেন।

◾(৭) ‘অন ডিউটি’ অবস্থায় প্রত্যেক পুলিশকর্মীকে বাধ্যতামূলক ভাবে ফেস শিল্ড ও মাস্ক পরতে হবে।

◾(৮) সঙ্গে স্যানিটাইজার রাখতে বলা হয়েছে।

◾(৯) প্রতিদিন অফিস ও থানার প্রবেশপথ জীবাণুনাশক রাসায়নিক দিয়ে পরিষ্কার করতে হবে৷

◾(১০) থানা, ট্র্যাফিক গার্ড কিংবা অন্য ইউনিটের বাইরে সরকারি গাড়ি ও বেসরকারি গাড়ির পৃথক পার্কিং লট তৈরি করতে হবে৷

◾(১১) রাস্তায় নাকা তল্লাশির সময়ে ত্রিস্তরীয় মাস্ক এবং গ্লাভস পরতে বলা হয়েছে।

◾(১২) নথি পরীক্ষার সময়ে ২০ গজ দূরে গাড়ি দাঁড় করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

◾(১৩) ওই সময়ে চালক কিংবা মালিকের সঙ্গে যাতে তাঁদের শারীরিক দূরত্ব বজায় থাকে, তা-ও নিশ্চিত করতে হবে পুলিশকর্মীদের।

◾(১৪) গ্লাভস না পরে তল্লাশির সময়ে কোনও নথি ধরতে বারণ করা হয়েছে৷

সূত্রের খবর, এপ্রিলের মাঝামাঝি গার্ডেনরিচ থানার এক আধিকারিক প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার পর থেকেই সংক্রমণ লাফিয়ে বেড়েছে কলকাতা পুলিশের কর্মী-অফিসারদের মধ্যে। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন পুলিশকর্মী। এর মধ্যে রয়েছেন, দক্ষিণ শহরতলি ডিভিশনের এক এসি। এ দিন রাত পর্যন্ত বাহিনীতে মোট আক্রান্তের সংখ্যা ১৬২৮। তবে এ দিনই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫ জন। এ নিয়ে মোট ১৩২৫ জন সুস্থ হয়েছেন।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version