Tuesday, November 18, 2025

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নয়া রেকর্ড মোদির, ভাঙলেন বাজপেয়ীর রেকর্ড

Date:

ফের রেকর্ড গড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিসংখ্যান বলছে, এবার অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দিন মসনদে থাকার রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর রেকর্ডও।

অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন কেউ দেশ শাসন করেননি, যেটা করলেন বা করছেন নরেন্দ্র মোদি। হিসাব বলছে, সবমিলিয়ে ২২৬৮ দিন প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। সেই রেকর্ড আজ ১৩ অগস্টে ভেঙে দিলেন মোদি। নতুন রেকর্ডের অধিকারী হলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী।

এর আগে প্রথমবারের জন্য ২০১৪ সালের ২৬ মে শুরু হয় মোদিরাজ। ৫ বছরের মেয়াদ পূর্ণ করার পর ফের তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ৩০ মে ২০১৯ সালে। কোনও অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী এর আগে দুটি পূর্ণ মেয়াদ সরকার চালাতে পারেননি। সেই নিরিখেও মোদি যে রেকর্ড গড়েছেন, তা বলাই যায়।

তবে সব দেশের প্রধানমন্ত্রীর নিরিখে এখনও অনেক এগিয়ে জওহরলাল নেহরু। আর সেই তালিকায় মোদি চতুর্থ স্থানে। প্রথম তিনে রয়েছেন যথাক্রমে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। নেহরু প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন ১৭ বছর। তাঁর কন্যা ইন্দিরা ছিলেন ১১ বছরেরও বেশি। সবশেষে ২০০৪-২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সেই রেকর্ড এখনও ভাঙতে পারেননি মোদি।

Related articles

এনুমারেশন ফর্ম পূরণে হেল্পলাইন চালু হাওড়ায়, সপ্তাহভর সাহায্য মিলবে ভোটারদের 

হাওড়া জেলা নির্বাচনী দফতর সোমবার থেকে শুরু করে ভোটারদের এনুমারেশন ফর্ম পূরণে সহায়তার জন্য দুইটি হেল্পলাইন চালু করেছে।...

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে...

বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

বাগুইআটি উড়ালপুলের নীচে সোমবার সন্ধ্যায় হঠাৎই আগুন ধরে যায় একটি অ্যাপ ক্যাবে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত...

শীর্ষ আদালতে এসএসসি–র জনস্বার্থ মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সঞ্জয় কুমার 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)–র নিয়োগ সংক্রান্ত নতুন জনস্বার্থ মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়...
Exit mobile version