Thursday, August 28, 2025

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নয়া রেকর্ড মোদির, ভাঙলেন বাজপেয়ীর রেকর্ড

Date:

ফের রেকর্ড গড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিসংখ্যান বলছে, এবার অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দিন মসনদে থাকার রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর রেকর্ডও।

অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন কেউ দেশ শাসন করেননি, যেটা করলেন বা করছেন নরেন্দ্র মোদি। হিসাব বলছে, সবমিলিয়ে ২২৬৮ দিন প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। সেই রেকর্ড আজ ১৩ অগস্টে ভেঙে দিলেন মোদি। নতুন রেকর্ডের অধিকারী হলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী।

এর আগে প্রথমবারের জন্য ২০১৪ সালের ২৬ মে শুরু হয় মোদিরাজ। ৫ বছরের মেয়াদ পূর্ণ করার পর ফের তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ৩০ মে ২০১৯ সালে। কোনও অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী এর আগে দুটি পূর্ণ মেয়াদ সরকার চালাতে পারেননি। সেই নিরিখেও মোদি যে রেকর্ড গড়েছেন, তা বলাই যায়।

তবে সব দেশের প্রধানমন্ত্রীর নিরিখে এখনও অনেক এগিয়ে জওহরলাল নেহরু। আর সেই তালিকায় মোদি চতুর্থ স্থানে। প্রথম তিনে রয়েছেন যথাক্রমে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। নেহরু প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন ১৭ বছর। তাঁর কন্যা ইন্দিরা ছিলেন ১১ বছরেরও বেশি। সবশেষে ২০০৪-২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সেই রেকর্ড এখনও ভাঙতে পারেননি মোদি।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version