Friday, January 30, 2026

সোমেন-স্মরণ ২৬ আগস্ট ইন্ডোরে,শ্যামল- স্মরণ ১৮ই, দলের কলকাতা জেলা দফতরে

Date:

Share post:

প্রয়াত সভাপতি সোমেন মিত্রের স্মরণ-সভার প্রস্তুতি নিচ্ছেন প্রদেশ কংগ্রেস৷ এই সভায় আমন্ত্রণ জানানো হবে তৃণমূল কংগ্রেস, বিজেপি-সহ সব দলকেই। এই স্মরণ-সভার জন্য আগামী ২৬ আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র চেয়ে রাজ্যের কাছে আবেদন জানায় কংগ্রেস। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাদের জানিয়েছেন, মেরামতির জন্য অনুশীলন কেন্দ্রে জিনিসপত্র রাখা হয়েছে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বদলে কংগ্রেস নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নিলে কোনও অসুবিধা নেই। কংগ্রেস নেতৃত্ব
সেই মতোই প্রস্তুতি নিচ্ছে৷

অন্যদিকে সংক্রমণ আবহে প্রকাশ্যে নয়, কলকাতা জেলা সিপিএমের সদর দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনেই ছোট আকারে দলের নেতা শ্যামল চক্রবর্তীর স্মরণ-সভা করছে আলিমুদ্দিন৷ হাতে গোনা লোকজন নিয়ে সিপিএমের এই স্মরণ- সভায় কংগ্রেসকেও আমন্ত্রণ জানানো হবে৷ সিপিএম সূত্রের খবর, শ্যামলবাবুর স্মরণ-সভার দিন ঠিক হয়েছে ১৮ আগস্ট। মৃত্যুর আগে যেহেতু শ্যামলবাবুর করোনা ধরা পড়েছিল, তাই কোভিড প্রোটোকল মেনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়, অন্য কারও শ্রদ্ধা জানাতে যাওয়ার সুযোগ ছিল না। সিপিএমে
প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু বা সুভাষ চক্রবর্তীর মাপের নেতাদের স্মরণ-সভা বড় করে হওয়াই রেওয়াজ। কিন্তু পরিস্থিতির বিচারে প্রাক্তন মন্ত্রী ও সাংসদ এবং মৃত্যুকালে কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামলবাবুর ক্ষেত্রে তা করা যাচ্ছে না।
প্রদেশ কংগ্রেস অবশ্য সব দলকে আমন্ত্রণ জানিয়েই সোমেন- স্মরণ করতে চায়৷ সেই মতোই প্রস্তুতি চলছে৷

spot_img

Related articles

অঙ্কের ভয় কাটাতে নয়া উদ্যোগ, বসিরহাটে সীমান্তবর্তী স্কুলে চালু ‘ম্যাথমেটিক্স ল্যাবরেটরি’

অঙ্কের প্রতি ভয়কে দূর করতে নয়া পদক্ষেপ নিল বসিরহাটের সীমান্তবর্তী কাটিয়াহাট বিকেএপি ইনস্টিটিউশন। বসিরহাট মহকুমায় এই প্রথম কোনও...

ছুটির খাতায় নতুন কলাম: সরকারি দফতরেও ‘মেন্সট্রুয়েশন লিভ’ স্বীকৃত

অফিসের হাজিরা খাতায় এখন আর শুধু ক্যাজুয়াল বা সিক লিভ নয়, সসম্মানে জায়গা করে নিয়েছে 'মেন্সট্রুয়েশন লিভ' (Menstruation...

DGP নিয়োগ নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার IPS রাজেশ কুমারের

পশ্চিমবঙ্গে DGP নিয়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার করলেন IPS রাজেশ কুমার। রাজ্য পুলিশের DG নিয়ে CAT-এর সমস্ত...

শেষ ম্যাচেও পুরো পয়েন্ট অধরা, গ্রুপ শীর্ষে থেকেই কোয়ার্টারে বাংলা

সন্তোষ ট্রফিতে(Santosh Trophy )অসমের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করল বাংলা(Bengal)। প্রথমার্ধে আকাশ হেমরমের...