Sunday, May 4, 2025

স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই থাকবে মেঘলা আকাশ। রাজ্যজুড়ে শনিবার অর্থাৎ ১৫ অগাস্ট ব্যাপক ঝড় বৃষ্টি হবে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ তার ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে উপকূলের দুই জেলায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কড়া সর্তকতা জারি করা হয়েছে দিঘা, মন্দারমণি ও সাগরদ্বীপের সমুদ্রসৈকতে।

এই নিম্নচাপটি ওড়িশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। ফলে দক্ষিণ-পশ্চিম দিকে অভিমুখ এই নিম্নচাপের। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে। অভিমুখ অনুযায়ী এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাওয়ার কথা। আবহাওয়াবিদরা নিম্নচাপের গতিপথের উপর নজর রাখছেন। এই নিম্নচাপে এসে মিশেছে মৌসুমী অক্ষরেখা। নিম্নচাপ এলাকায় একটি ঘূর্ণাবর্ত হয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই কারণে দিঘা, মন্দারমণি ও সাগর দ্বীপের সমুদ্রসৈকতে সমুদ্রস্নান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় দু-এক পশলা ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চার জেলাতে।

শনিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান,হাওড়া এবং হুগলি জেলাতে। রবিবারেও থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস । বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টিতে ভাসতে পারে।

Related articles

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...
Exit mobile version