কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ভারতীয় ওপেনার তথা উত্তরপ্রদেশের মন্ত্রী চেতন চৌহান। কিডনি ফেলিওর হওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটেছে তাঁর। বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন চেতন।

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর লখনৌয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বর্তমানে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে রয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী। তাঁর শরীরে মারণ ভাইরাসের থাবা বসানোর পরই এই কিডনি ফেলিওর হওয়ার কথা জানান ডাক্তাররা। রক্তচাপ স্বাভাবিক না থাকার কারণেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে। বছর ৭২-এর চেতনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিন্তিত পরিবার।

দেশের হয়ে চল্লিশটা টেস্ট ও সাতটা ওয়ানডে ম্যাচ খেলেছেন চেতন চৌহান। টেস্টে দু’হাজারের উপর রান রয়েছে তাঁর। টেস্টে এক সময় সুনীল গাভাসকরের সঙ্গে জুটি বেঁধে ওপেন করেছেন। তাঁর এই সঙ্কটজনক অবস্থার কথা জেনে দ্রুত আরোগ্য কামনায় ক্রিকেটার থেকে অনুরাগীরা।
