Wednesday, January 14, 2026

দর্শক-বিজ্ঞাপনে সব রেকর্ড ভেঙে দেবে এবারের আইপিএল!

Date:

Share post:

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল শুরু ১৯ সেপ্টেম্বর।এবারের টুর্নামেন্ট সম্ভবত একটি নয়া রেকর্ড করতে চলেছে দর্শক সংখ্যায়, তবে মাঠে নয়, টিভিতে। মহামারি আবহের কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। অতিমারির জেরে আইপিএলের বিনোদনে মানুষ বুঁদ হয়ে থাকবে বলেই আশা করা হচ্ছে। বোর্ডের আশা, এবার আইপিএল দর্শক সংখ্যায় সব রেকর্ড ভেঙে দেবে। গতবার আইপিএল দেখেছিলেন ৪২ কোটি ৪০ লক্ষ ভারতীয়, যা ভারতে টিভি দেখা জনসংখ্যার ৫১%। আর ওটিটি প্ল্যাটফর্মে ৩০ কোটি খেলা দেখেছিলেন। অর্থাৎ সব মিলিয়ে ৭২ কোটি। আশা করা হচ্ছে এবার দুই প্ল্যাটফর্মে দর্শক সংখ্যা ১০০ কোটি পেরিয়ে যাবে।

আর এই সুযোগে মূল ব্রডকাস্টার অর্থাৎ ম্যাচ সম্প্রচারের লাগাম যাদের হাতে সেই স্টার স্পোর্টস বিজ্ঞাপনের দামও লাগামছাড়া নিচ্ছে বলে খবর। একটি সূত্রে খবর, স্টার স্পোর্টস এবার আইপিএলের প্রতিটি ১০সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ১০ লক্ষ টাকা চাইছে। গতবার শুধু বিজ্ঞাপন থেকে স্টার স্পোর্টস তহবিলে ঢুকিয়ে ছিল ৩০০০ কোটি টাকা। এবার এই অর্থের পরিমাণ ৬০০০ হাজার কোটির গণ্ডি পেরিয়ে যাবে বলে অনুমাণ করা হচ্ছে। মহামারি পরিস্থিতির মাঝে টুর্নামেন্ট হলেও বোর্ড কিন্তু ফি বাবদ স্টার স্পোর্টসকে এক টাকাও কম করছে না। ৫৩ দিনের এই টুর্নামেন্টের জন্য স্টার স্পোর্টস বোর্ডকে দিয়েছে ৩২৭০ কোটি টাকা। স্টার সূত্রে খবর, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বিজ্ঞাপনের রেট আড়াই গুন হয়ে যাবে। প্রতি ১০ সেকেন্ডের জন্য ২৫ লাখ টাকা নেওয়ার কথা ভেবে রেখেছে। বিশ্বকাপের পর আবার ভারত-পাক ম্যাচ। ফলে উত্তেজনার ফসল ঘরে তুলতে চাইছে স্টার স্পোর্টস।

spot_img

Related articles

আজ হাইকোর্টে ইডি-আইপ্যাক মামলার শুনানি, প্রবেশ নিয়ন্ত্রণ এজলাসে

আইপ্যাকের (I-PAC) সল্টলেক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানার ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ (Mamata Banerjee) রাজ্যের শাসক...

মকর সংক্রান্তির ভোরে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় খুশি ভক্তরা

পৌষের শেষ দিনে সাগরতীর্থে উপচে পড়া ভিড়। ভোররাত থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। রাজ্য সরকারের তত্ত্বাবধানে মকর সংক্রান্তি...

ছক ভেঙে আজ উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক

ছক ভেঙে একেবারে অন্যরকম ভূমিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু নেতা-কর্মীদের নির্দেশ দেওয়াতেই শেষ নয়, এবার নিজেও নামছেন...

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...