সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল শুরু ১৯ সেপ্টেম্বর।এবারের টুর্নামেন্ট সম্ভবত একটি নয়া রেকর্ড করতে চলেছে দর্শক সংখ্যায়, তবে মাঠে নয়, টিভিতে। মহামারি আবহের কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। অতিমারির জেরে আইপিএলের বিনোদনে মানুষ বুঁদ হয়ে থাকবে বলেই আশা করা হচ্ছে। বোর্ডের আশা, এবার আইপিএল দর্শক সংখ্যায় সব রেকর্ড ভেঙে দেবে। গতবার আইপিএল দেখেছিলেন ৪২ কোটি ৪০ লক্ষ ভারতীয়, যা ভারতে টিভি দেখা জনসংখ্যার ৫১%। আর ওটিটি প্ল্যাটফর্মে ৩০ কোটি খেলা দেখেছিলেন। অর্থাৎ সব মিলিয়ে ৭২ কোটি। আশা করা হচ্ছে এবার দুই প্ল্যাটফর্মে দর্শক সংখ্যা ১০০ কোটি পেরিয়ে যাবে।

আর এই সুযোগে মূল ব্রডকাস্টার অর্থাৎ ম্যাচ সম্প্রচারের লাগাম যাদের হাতে সেই স্টার স্পোর্টস বিজ্ঞাপনের দামও লাগামছাড়া নিচ্ছে বলে খবর। একটি সূত্রে খবর, স্টার স্পোর্টস এবার আইপিএলের প্রতিটি ১০সেকেন্ড বিজ্ঞাপনের জন্য ১০ লক্ষ টাকা চাইছে। গতবার শুধু বিজ্ঞাপন থেকে স্টার স্পোর্টস তহবিলে ঢুকিয়ে ছিল ৩০০০ কোটি টাকা। এবার এই অর্থের পরিমাণ ৬০০০ হাজার কোটির গণ্ডি পেরিয়ে যাবে বলে অনুমাণ করা হচ্ছে। মহামারি পরিস্থিতির মাঝে টুর্নামেন্ট হলেও বোর্ড কিন্তু ফি বাবদ স্টার স্পোর্টসকে এক টাকাও কম করছে না। ৫৩ দিনের এই টুর্নামেন্টের জন্য স্টার স্পোর্টস বোর্ডকে দিয়েছে ৩২৭০ কোটি টাকা। স্টার সূত্রে খবর, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বিজ্ঞাপনের রেট আড়াই গুন হয়ে যাবে। প্রতি ১০ সেকেন্ডের জন্য ২৫ লাখ টাকা নেওয়ার কথা ভেবে রেখেছে। বিশ্বকাপের পর আবার ভারত-পাক ম্যাচ। ফলে উত্তেজনার ফসল ঘরে তুলতে চাইছে স্টার স্পোর্টস।
