73তম স্বাধীনতা দিবসে জাতীয় জল মিশনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর 74তম স্বাধীনতা দিবসে *ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের সূচনা* করলেন প্রধানমন্ত্রী।

এই প্রকল্পের অধীন চিকিৎসা ব্যবস্থায় টেকনোলজির বিশেষ ভূমিকা রয়েছে।
*সমস্ত দেশবাসীকে একেকটি হেলথ আইডি দেওয়া হবে* ।

সেই আইডি-র অধীন একজনের চিকিৎসককে দেখানো থেকে টেস্ট, হাসপাতালে ভর্তি সবকিছুর নথি লিপিবদ্ধ করা থাকবে। এর ফলে সেই ব্যক্তির শারীরিক পরিস্থিতির সব তথ্য ডিজিটাল প্লাটফর্মে নথিভুক্ত থাকবে। ফলে হয়রানি কমবে। পাশাপাশি চিকিৎসকদেরও রোগীর চিকিৎসা করতে সুবিধা হবে বলে আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদি।
