Saturday, August 23, 2025

বাংলার করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন বিশেষ কভার ও দুটি ব্যাচ প্রকাশ করল ডাকবিভাগ। একটি ব্যাচের নাম দেওয়া হয়েছে ‘জয় হিন্দ’ এবং আরেকটির নাম ‘সিভিল সার্ভিস’। এদিন ঐতিহাসিক জিপিও’র রোটান্ডায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান থেকেই বাংলার কোভিড যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এই কভার ও ব্যাচ প্রকাশ করা হয়। এর আগে স্প্যানিশ ফ্লু নিয়ে স্ট্যাম্প প্রকাশ করেছিল ডাকবিভাগ। এবার করোনা অতিমারীর সময় স্পেশাল কভার এবং ব্যাচ প্রকাশ করা হল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল মারভিন আলেকজান্ডার । তিনি পতাকা উত্তোলন করেন। তারপরই করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে প্রকাশ করেন বিশেষ কভার এবং ব্যাচ। তিনি বলেন, “বাংলার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, পুরকর্মী, ডাককর্মী-সহ কোভিডের বিরুদ্ধে লড়াই করা সমস্ত ফ্রন্টলাইন ওয়ারিয়রদের সম্মানে এই ব্যাচ এবং কভার উদ্বোধন করা হল।”

এই কভারের ওপর থাকছে পিপিই পড়া ডাক্তারের ছবি, মাইকিং করা পুলিশের ছবি, পার্সেল গ্রাহকের হাতে তুলে দেওয়া ডাক কর্মীর ছবি। স্বাধীনতা দিবসের দিন ডাক বিভাগের দেওয়া এই সম্মানে খুশি বাংলার কোভিড যোদ্ধারা। চিকিৎসকরাও এই সম্মানে আনন্দিত।  করোনা ও তার বিরুদ্ধে লড়াইকেই থিম হিসেবে সামনে রেখে এই বিশেষ কভার এবং ব্যাচ প্রকাশ করল ডাকবিভাগ। ডাকবিভাগের এই পদক্ষেপকে একবাক্যে প্রশংসা করেছেন সকলে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version