Saturday, November 8, 2025

২৫ মিনিটের স্বাধীনতা দিবস উদযাপনে ২৫ করোনা যোদ্ধাকে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী

Date:

করোনা মহামারি আবহে রেড রোডে রাজ্য সরকারের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন ছিল একেবারেই জৌলুসহীন।কোভিড সংক্রান্ত সব নিয়ম মেন ১৫ অগাস্টের পতাকা উত্তোলনের অনুষ্ঠান অনাড়ম্বরভাবেই পালিত হলো। কাটছাঁট করে সব মিলিয়ে অনুষ্ঠানের ছিল মাত্র ২৫ মিনিটের।

সকাল ১০ নাগাদ মুখ্যমন্ত্রী রেড রোডে নেতাজি মূর্তির পাদদেশে হাজির থেকে শহিদদের উদ্দেশে স্মৃতি তর্পণ করেন। এরপর আসেন মূলমঞ্চে। পতাকা উত্তোলনের পর
মাত্র ৪টি ট্যাবলো রেড রোড পরিক্রমা করে। একটি ট্যাবলো ছিল পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর। আরেকটি ছিল তথ্য ও সংস্কৃতি দফতরের ‘বাংলা মোদের গর্ব’ । এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মাস্ক বিলি সংক্রান্ত বিষয়ে ২টি ট্যাবলো ছিল।

অনুষ্ঠানে উপস্থিত অথিতিদের মধ্যে ৫০ টি আসনের ব্যবস্থা ছিল। করোনা সতর্কতা অবলম্বনে এবার সাধারণ মানুষের জমায়েতের উপর নিষেধাজ্ঞা ছিল। মুখ্যমন্ত্রী ছাড়াও অন্য মন্ত্রীদের মধ্যে একমাত্র ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এছাড়াও ছিলেন লোকায়ুক্ত অসীম রায় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ও সুরজিৎ কর পুরকায়স্থ। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

এবার স্বাধীনতা দিবসের সংক্ষিপ্ত অনুষ্ঠানে একমাত্ৰ আকর্ষণ ছিল ২৫ জন কোভিড যোদ্ধাকে সম্মান প্রদর্শন। যাঁদের হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী। এই ২৫ কোভিড যোদ্ধাদের মধ্যে ছিলেন চিকিৎসক ৩ জন, নার্স ২ জন, ল্যাব টেকনিশিয়ান ১ জন, আশা কর্মী ২ জন, অ্যাম্বুল্যান্স চালক ১ জন, বিডিও ২ জন, শিক্ষক ২ জন, পুলিশ ৩ জন, হোম গার্ড ৩ জন, সিভিক ভলান্টিয়ার ১ জন, সাফাইবন্ধু ২ জন এবং কোভিডজয়ী ৩ জন।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version