Saturday, August 23, 2025

বাংলার করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন বিশেষ কভার ও দুটি ব্যাচ প্রকাশ করল ডাকবিভাগ। একটি ব্যাচের নাম দেওয়া হয়েছে ‘জয় হিন্দ’ এবং আরেকটির নাম ‘সিভিল সার্ভিস’। এদিন ঐতিহাসিক জিপিও’র রোটান্ডায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান থেকেই বাংলার কোভিড যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এই কভার ও ব্যাচ প্রকাশ করা হয়। এর আগে স্প্যানিশ ফ্লু নিয়ে স্ট্যাম্প প্রকাশ করেছিল ডাকবিভাগ। এবার করোনা অতিমারীর সময় স্পেশাল কভার এবং ব্যাচ প্রকাশ করা হল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল মারভিন আলেকজান্ডার । তিনি পতাকা উত্তোলন করেন। তারপরই করোনা যোদ্ধাদের সম্মান জানিয়ে প্রকাশ করেন বিশেষ কভার এবং ব্যাচ। তিনি বলেন, “বাংলার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, পুরকর্মী, ডাককর্মী-সহ কোভিডের বিরুদ্ধে লড়াই করা সমস্ত ফ্রন্টলাইন ওয়ারিয়রদের সম্মানে এই ব্যাচ এবং কভার উদ্বোধন করা হল।”

এই কভারের ওপর থাকছে পিপিই পড়া ডাক্তারের ছবি, মাইকিং করা পুলিশের ছবি, পার্সেল গ্রাহকের হাতে তুলে দেওয়া ডাক কর্মীর ছবি। স্বাধীনতা দিবসের দিন ডাক বিভাগের দেওয়া এই সম্মানে খুশি বাংলার কোভিড যোদ্ধারা। চিকিৎসকরাও এই সম্মানে আনন্দিত।  করোনা ও তার বিরুদ্ধে লড়াইকেই থিম হিসেবে সামনে রেখে এই বিশেষ কভার এবং ব্যাচ প্রকাশ করল ডাকবিভাগ। ডাকবিভাগের এই পদক্ষেপকে একবাক্যে প্রশংসা করেছেন সকলে।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version