Breaking : ধোনির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ রায়না

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণার এক ঘণ্টার অবসর ঘোষণার কথা জানালেন ক্রিকেটার সুরেশ রায়না। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সুরেশ। ধোনির মতোই সোশ্যাল মিডিয়ায় সুরেশ রায়না তার অবসর নেওয়ার কথা জানিয়েছেন।

চেন্নাই সুপার কিংস টিমের সঙ্গে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন রায়না। ছবিটির ক্যাপশনে লেখেন, “এটি আপনার সঙ্গে সুন্দর খেলা ছাড়া আর কিছুই ছিল না, মাহি। আমি গর্বিত যে আমি আপনার সঙ্গে এই যাত্রায় ছিলাম। ধন্যবাদ ভারত। জয় হিন্দ!”

রায়না ধোনির খুব ঘনিষ্ঠ। ধোনিকে গুরু বলে মেনে এসেছে। ধোনিরও খুব পছন্দের ক্রিকেটার রায়না। শুধু তাই নয়, আইপিএলে চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন ধরে ধোনির সঙ্গী ছিলেন রায়না।