Thursday, August 21, 2025

নাড্ডার সঙ্গে বৈঠকের আগে দিলীপ কেন বললেন, বিজেপি ক্লাব নয়, রাজনৈতিক দল!

Date:

বিধানসভায় বিজেপির মুখ কি দিলীপ ঘোষ নন? বিজেপির রাজ্য সভাপতির সাফ জবাব, ভারতীয় জনতা পার্টি কোনও ক্লাব নয়। এটা একটা রাজনৈতিক দল। এখানে কে সভাপতি হবেন, আর মুখ্যমন্ত্রী হবেন, সেটা ঠিক করে দল। এটার জন্য দলের শীর্ষ কমিটি রয়েছে। যারা এসব নাম নিয়ে জনমানসে একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন, তারা বুঝতেই পারছেন না দলের এসবে কোনও আগ্রহ নেই। দল নির্দিষ্ট দায়িত্ব দিয়েছে এক একজনকে। আমরা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। প্রত্যেকটা পদক্ষেপের জন্য আমাদের দলকে জবাব দিতে হয়।

বুকের ওপর পা দিয়ে রাজনীতি করব, দিলীপের এই কথায় রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। দিলীপ অবশ্য দলের সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দিল্লিতে বৈঠক করতে যাওয়ার আগে বলে গেলেন, এ কথা তো আমি আগেও বলেছি, জনসভায় বলেছি, নতুন কথা নয়। কেউ আমাদের মারবে, খুন করবে, মিথ্যা মামলায় জেলে পুরবে, পুজো করতে গেলে দল বেঁধে মারবে, আর আমরা ফুল আর রসগোল্লা ছুঁড়ব, তা তো হয় না। আবারও বলছি, যারা এসব করবে, তাদের বুকের উপর পা দিয়ে রাজনীতি করব।

উত্তরবঙ্গে একের পর এক জেলা সফর করে কলকাতায় ফেরার আগেই দিলীপ দিল্লি যান। দিলীপের জন্মদিনের দিনই দলের সভাপতি অভিনন্দন জানিয়ে বলেছিলেন, জেলা সফর সেরে কলকাতায় ফেরার আগে যেন বাংলার সভাপতি দিল্লি ঘুরে যান। তাই দিল্লিতে। সন্ধেয় বৈঠক। অন্যদিকে দিল্লি থেকে কলকাতায় নেমে দলের কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাশ বিজয়বর্গীয় সোজা মুকুল রায়ের বাড়িতে এদিন আসেন। সে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version