Sunday, November 16, 2025

মোস্ট ওয়ান্টেডের তালিকায় বিপ্লবী ক্ষুদিরাম বসু ! ওয়েব সিরিজ ঘিরে বিতর্ক

Date:

বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি মোস্ট ওয়ান্টেডের তালিকায়। হ্যাঁ শুনতে অবাক লাগলেও, এমনই কান্ড ঘটেছে। যা দেখে চোখ কপালে ওঠার মতো অবস্থা। এই নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ-এর ওয়েবসিরিজ ‘অভয় টু’ ঘিরে বিতর্ক ছড়াল।

দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার অভয় প্রতাপ সিং।অপরাধীদের জন্য এই নামটাই যথেষ্ট। তাদের কার্যকলাপে রাশ টানতে হাজির অভয়। তাঁকে নিয়েই ক্রাইম থ্রিলার ‘অভয়’। প্রথম স্ট্রিমিং হয় গত বছর ফেব্রুয়ারি মাসে। ১৪ অগাস্ট রিলিজ করে ‘অভয় টু’। প্রথম সিরিজ দারুণ সাড়া ফেললেও, দ্বিতীয় সিরিজে তৈরি হলো বিতর্ক।

অভয়ের ভূমিকায় অভিনয় করেছেন কুনাল খেমু। অভয় টু’ এর দ্বিতীয় পর্বে দেখা যাচ্ছে, পুলিশ অফিসার অভয় এক অপরাধীকে জিজ্ঞাসাবাদ করছেন। অভয়ের যেখানে বসে আছেন তার সোজাসুজি মোস্ট ওয়ান্টেড বোর্ড লাগানো আছে। যেখানে অপরাধীদের ছবি রয়েছে। ওই বোর্ডের নিচের দিকে রয়েছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ছবি। আর এই ছবি ঘিরেই ক্ষুব্ধ নেটিজেনরা।

এই ছবি সামনে আসতেই প্রতিবাদ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওয়েব সিরিজের স্ক্রিনশট পোস্ট করে কেউ কেউ লিখছেন, ‌”স্বাধীনতা দিবসে এর থেকে ভাল উপহার আর কী হতে পারে!‌” চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা, অসতর্কতার অভিযোগ তুলেছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, পোস্ট প্রোডাকশনের সময় কি কারোর চোখে পড়ল না এই ভুল? নাকি ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে যাওয়া হয়েছে? তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি পরিচালক কেন ঘোষ। কুনাল খেমু ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন বিদিতা বাগ, সন্দীপা ধর।

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version