দেশজুড়ে করোনা প্রকোপের ধারা অব্যাহত। এবার শেষ
২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৫৭ হাজার ৯৮২ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি এই সময়ের মধ্যে ভারতে মৃত্যু হয়েছে আরও ৯৪১ জন করোনা রোগীর। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৬ লক্ষ ৪৭ হাজার ৬৬৪ জন। এপর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৫০ হাজার ৯২১ জন রোগীর। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকে আরও জানিয়েছে, বর্তমানে দেশজুড়ে চিকিৎসাধীন রয়েছেন ৬ লক্ষ ৭৬ হাজার ৯০০ জন সক্রিয় করোনা রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪৩ জন।
