Saturday, August 23, 2025

দিল্লিতে বসে মুকুল নিয়ে উদাসীন মন্তব্য দিলীপের! কী বললেন রাজ্য বিজেপি সভাপতি?

Date:

ফের তৃণমূলে ফিরছেন মুকুল রায়? রাজনৈতিক মহলে এমন জল্পনার মধ্যেই দিল্লিতে বসে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ, রবিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমি যতদূর জানি, মুকুল রায় বিজেপিতেই আছেন। আর উনিও জানিয়েছেন বিজেপিতেই থাকবেন।”

মুকুলের অবস্থান নিয়ে দিলীপ ঘোষের এমন হেঁয়ালিপনা মন্তব্যের পর দুই নেতার সম্পর্কের সমীকরণে রাজনৈতিক মহল “ডাল মে কুছ কালা হ্যায়..!” বলেই মনে করছে।

এরপর দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয়, দলে মুকুল রায়ের কি গুরুত্ব কমেছে? উত্তরে উদাসীন জবাব রাজ্য বিজেপি সভাপতির। তাঁর কথায়, “মুকুল রায়কে সার্টিফিকেট দেওয়ার আমি কেউ নই। মুকুল রায় দলের কেন্দ্রীয় নেতা। কেন্দ্রীয় নেতার গুরুত্ব বিবেচনা করা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না।”

উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক ছেড়ে চোখের চিকিৎসার যুক্তি দেখিয়ে কলকাতা ফিরে এসেছিলেন মুকুল রায়। এরপর থেকেই তাঁর বিজেপির সঙ্গ ত্যাগ নিয়ে জোরদার জল্পনা চলছে। যদিও মুকুল রায় নিজেই সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন। দিলীপ ঘোষ-রাহুল সিনহারদের সঙ্গে তাঁকে একমঞ্চেও দেখা গিয়েছে।

অবশ্য মুকুল রায় এর আগেও ২০১৭ সালে তৃণমূল ত্যাগের আগের মুহূর্ত পর্যন্ত বলে গিয়েছেন, “তৃণমূলে ছিলাম-আছি-থাকবো”। এখন যেমন বলছেন, “বিজেপিতে ছিলাম-আছি-থাকবো”। ফলে দিল্লিতে বসে মুকুল প্রসঙ্গে দিলীপের উদাসীনতা ও সাম্প্রতিক সময়ে রাজনৈতিক জল্পনা এই গুঞ্জনে যে ইন্ধন দিলো তা বলার অপেক্ষা রাখে না!

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version